Sun. Dec 22nd, 2024
wb police

পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে পুলিশ বিভাগে পুরুষ এবং মহিলা ওয়াডার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিস্তারিত তথ্য নীচে দেওয়া হল –

নোটিফিকেশন নম্বর – WBPRB/NOTICE – 2023/ 26 (Warder/Female Warder-23)

আবেদন শুরু হবে – ০৬/০৮/২০২৩

আবেদনের শেষ হবে – ২৬/০৮/২০২৩

মোট শূন্যপদ – ১৩০ পুরুষ -১০০, মহিলা-৩০

শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশ

প্রার্থীর কম্পিউটার সাক্ষরতার সার্টিফিকেট থাকতে হবে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে।

বযস- ২৭ বছরের মধ্যে

সংরক্ষিত প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।

আবেদন ফি – সাধারণ ও অন্যান্য প্রার্থীদের – ২২০ টাকা

           তপশীল জাতি ও তপশীল উপজাতিদের – ২০ টাকা

ফিজিক্যাল স্টান্ডার্ড –

পুরুষ ওয়াডার -গোর্খা, গারওয়ালি, রাজবংশী ও তপশীল উপজাতিদের ক্ষেত্রে  ১৬০ সেমি হাইট  ৭৬সেমি চেস্ট ৫সেমি ফোলাতে হবে ওজন উচ্চতানুযায়ী।

অন্যান্য সকলের ক্ষেত্রে হাইট – ১৬৭ সেমি,  চেস্ট – ৭৮,৫সেমি ফোলাতে হবে ওজন উচ্চতানুযায়ী।

মহিলা ওয়াডার – -গোর্খা, গারওয়ালি, রাজবংশী ও তপশীল উপজাতিদের ক্ষেত্রে  ১৫২ সেমি হাইট , ওজন উচ্চতানুযায়ী।

অন্যান্য সকলের ক্ষেত্রে হাইট – ১৬০ সেমি,   ওজন উচ্চতানুযায়ী।

ফিজিক্যাল এফিসিয়েন্সি – পুরুষ ওয়াডার – 6মিনিট 30 সেকেন্ডে 1600মিটার

               মহিলা ওয়াডার – 400মিটার ১মিনিট ৫০ সেকেন্ড

লিখিত পরীক্ষা – ৯০ নম্বর

Short notificationClick Here
Full InformationClick Here
Official WebsiteClick Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *