স্টাফ সিলেকশন কমিশন দিল্লী পুলিশের সাব ইন্সপেক্টর ও সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য নীচে বিস্তারত আলোচনা করা হল।
গুরুত্বপূর্ণ তারিখ:-
আবেদন প্রক্রিয়া চলবে – 22/07/2023 থেকে 15/08/2023
আবেদন সংশোধন করা যাবে – ১৬/০৮/২০২৩ থেকে ১৭/০৮/২০২৩
কম্পিউটার বেসড পরীক্ষা – অক্টোবর ২০২৩
টেনটেটিভ শূণ্যপদ :-
দিল্লী পুলিশ সাব ইন্সপেক্টর (পুরুষ)- ১০৯
দিল্লী পুলিশ সাব ইন্সপেক্টর (মহিলা)-৫৩
সাব ইন্সপেক্টর (জি.ডি) সি এ পি এফ – (পুরুষ) – ১৬০১
সাব ইন্সপেক্টর (জি.ডি) সি এ পি এফ – (মহিলা) –১১৩
বয়স – (০১/০৮/২০২৩) অনুসারে – ২০-২৫বছর
১৪/০৭/১৯৯৮ এর আগে এবং ১/০৮/২০২৩ এর পরে জন্মালে চলবে না।
সংরক্ষিত প্রার্থীরা নির্দিষ্ট নিয়মানুসারে বয়সের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো শাখায় গ্রাজুয়েট বা সমতুল্য। (১৫/০৮/২০২৩) এর মধ্যে।
আবেদন ফি – ১০০ টাকা
আবেদন সংশোধনের জন্য প্রথমবার- ২০০ টাকা
দ্বিতীয়বার – ৫০০ টাকা
নিয়োগ প্রক্রিয়া –
প্রথমে পেপার ১ পরীক্ষা, তারপর পি.এস.টি ও পি.ই.টি, এবং তারপর পেপার ২ পরীক্ষা, তারপর মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে।
পরীক্ষা পদ্ধতি –
অফিসিয়াল ওয়েবসাইট | এখানে ক্লিক করুন |
বিস্তারিত নোটিফিকেশন | এখানে ক্লিক করুন |
অনলাইন আবেদন | এখানে ক্লিক করুন |