Thu. Oct 3rd, 2024

১। খেলো ইন্ডয়া ইয়ূথ আন্ডার ১৮ মহিলা বিভাগে খেতাব জিতলো হরিয়ানা।

২। ভারতের ৭৯তম দাবা গ্রান্ড মাস্টার হলেন প্রনেশ এম।

৩। অস্ট্রেলিয়ান ওপেন ২০২৩- পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন

নোভাক জোকোভিচ । (সার্বিয়ান টেনিস তারকা)

৪। এফ.আই. এইচ পুরুষ হকি বিশ্বকাপ ২০২৩ জিতলো জার্মানি। বেলজিয়ামকে পরাস্ত করে।

৫। অনুর্ধ্ব ১৯  মহিলা বিশ্বকাপ ২০২৩  জিতলো ভারত। ইংল্যান্ডকে হারিয়ে।

৬। অস্ট্রেলিয়ান ওপেন ২০২৩ মহিলা বিভাগে সিঙ্গেল  টাইটেল  জিতলেন  আরয়না সাবালেঙ্কা।

৭।  আই. সি. সি  পুরুষ বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ২০২২  নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার বেন স্টোকস্।

৮। National Sports Club of India Snooker OpenCrown 2023 জিতলেন লক্ষ্মণ রাওয়াত।

৯। Indian National Car Racing Championship 2023 বিজয়ী হলেন সাই সঞ্জয়।

১০। ডোপিং টেস্টে ফেল হওয়ার কারণে ত্রিপুরার জিমন্যাস্ট দীপা কর্মকারকে  ২১ মাসের জন্য ব্যান করা হল।

১১।  ন্যাশন্যাল আইস হকি চ্যাম্পয়নশিপ ২০২৩ জিতলো আইটিবিপি টিম।

১২। ফিফা ক্লাব ওয়াল্ড কাপ ২০২২ জিতলো রিয়েল মাদ্রিদ।

১৩।  রঞ্জি ট্রফি জিতলো সৌরাষ্ট্র। (বাংলাকে হারিয়ে)

১৪। ভারতের ৮০ তম গ্রান্ড মাস্টার হলেন তামিলনাড়ুর ভিগনেশ এন. আর।

১৫। খেলো ইন্ডয়া উইন্টার গেমস্-এ সবচেয়ে বেশি মেডেল পেয়েছে জম্মু কাশ্মীর। (৭৬)

১৬। আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ ২০২৩ – ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে তিলোত্তমা সেন

ব্রোঞ্জের মেডেল জিতলেন।

১৭।  টি২০ মহিলা বিশ্বকাপ জিতলো অস্ট্রেলিয়া। (দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে)

১৮। ভারতের পুরুষ হকি টিমের কোচ হিসাবে নিযুক্ত করা হল দক্ষিণ আফ্রিকার ক্রেগ ফুলটন।

১৯। ভারতের ৮১তম গ্রান্ড মাস্টার হলেন সায়ন্তন দাস।

২০। মেঘালয়কে হারিয়ে সন্তোষ ট্রফি জিতলো কর্ণাটক।

২১। Women’s World Boxing Championships 2023- এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে

নিযুক্ত হলেন মেরিকম ও ফারহান আখতার।

২২। পুনরায় ফিফার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন জিয়ান্নি ইনফান্তিনোই।

২৩। Asian Kho Kho Champinoship 2023- জিতলো ভারত। (পুরুষ ও মহিলা উভয়ই)

২৪। জিতলেন রেসিং কার ড্রাইভার সেরজিও পারেজ।

২৫। ফ্রান্সের ফুটবল দলের নতুন অধিনায়ক হলেন – Kylian Mbappe।

২৬। নিউজল্যান্ডের কিম কট্টন প্রথম মহিলা আম্পায়ার যিনি পুরুষদের টি২০ ম্যাচ

পরিচালনা করবেন।

২৭। ২০তম দিল্লি ইন্টারন্যাশন্যাল ওপেন চেস্ টুর্নামেন্ট জিতলেন অরবিন্দ চিদাম্বরম।

২৮। Spain Masters Women’s title 2023 জিতলেন ব্যাডমিন্টন তারকা

গ্রেগরিয়া মারিসকা টুঞ্জুং । (ইন্দোনেশিয়ার খেলোয়ার)

২৯। আই.সি.সি ওয়ার্ল্ড কাপ ২০২৩ – এর লোগোর নাম নবরস।(আয়োজক দেশ ভারত)

৩০। আলেক্সান্দের শেরিন পুনরায় Union of European Football Associations(UEFA)-এর

প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন।

৩১। Asian Wrestling Championship- এ রুপোর পদক জিতলেন ভারতের

নিশা দাহিয়া। (আয়োজক দেশ কাজাখস্তান)

৩২। জাদেন পারিয়েত প্রথম ভারতীয় যিনি British F4 Championship-এ জিতলেন।

৩৩। তিং লিরেন (Ding Liren) চীনের প্রথম বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হলেন।

৩৪। বন্তিকা আগ্রাবাল ১১তম ভারতীয় মহিলা দাবারু হিসাবে ইন্টারন্যাশন্যাল মাস্টার

টাইটেল অর্জন করলেন।

৩৫।  দুবাই প্রথম Global Chess League হোস্ট করবে।

৩৬। ডেনমার্কের  ভিক্টর এক্সেলসেন (Viktor Axelsen) Malaysia Open Badminton Championship 2023- পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন।

৩৭। এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৩- অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ায়।

৩৮। বাস্কেটবল বিশ্বকাপ ২০২৭ হোস্ট করবে কাতার।

৩৯। ১৩তম India Sub Junior Women National

Championship জিতলো হরিয়ানা।

৪০। ড. কে গোবিন্দরাজ International Basketball Federation (FIBA),

Asia-র প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন।

৪১। আর.এন.জয়প্রকাশ পুনরায় Swimming Federation of India-র প্রেসিডেন্ট পদে নির্বাচিত

হলেন।

৪২। বিশ্ব পুরুষ জ্যাভলিং Ranking-এ  প্রথম স্থানে আছেন ভারতের নীরাজ চোপড়া।

৪৩।  লং জাম্পার মুরলী শ্রীশঙ্কর International Jumping Meeting 2023-এ সোনার পদক

জিতলেন।

৪৪। ভুপ্পালা প্রণীথ ভারতের ৮২তম দাবা গ্র্যান্ড মাস্টাক হলেন।

৪৫। Bercelona ফুটবল ক্লাব 27th La Liga title জিতলো।

পিডিএফ ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন – ডাউনলোড

ক্লাস দেখার জন্য – ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *