Thu. Jul 25th, 2024
pnb 1020 officer recruitment

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বিভিন্ন বিভাগে ১০২০ জন অফিসার ও ম্যানেজার নিয়াগ করা হবে। ক্রেডিট, সাইবার সিকিউরিটি ও ফোরেক্স বিভাগে নিয়োগ হবে। pnb 1020 officer recruitment, pnb 1020 officer recruitment

বিভাগ অনুসারে শূন্যপদ

অফিসার (ক্রেডিট) –  শূন্যপদ ১০০০টি (সাধারণ ৪০০, তফসিলি জাতি ১৫২, তফসিলি উপজাতি ৭৮, ওবিসি ২৭০, আর্থিকভাবে অনগ্রসর (১০০)।শ্রবণ সংক্রান্ত ও বৌদ্ধিক প্রতিবন্ধী ১৩টি করে।অস্থিসংক্রান্ত প্রতিবন্ধী ১২টি, দৃষ্টিসংক্রান্ত প্রতিবন্ধী ১০টি, pnb 1020 officer recruitment, pnb 1020 officer recruitment ম্যানেজার (ফোরেক্স) -শূন্যপদ -১৫টি , সাধারণ ৭, তপসিলি জাতি-২, তপসিলি উপজাতি ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর১)। ম্যানেজার (সাইবার সিকিউরিটি) – শূন্যপদ ৫ সাধারণ ৩, তপসলি জাতি -১, ওবিসি-১।

শিক্ষাগত যোগ্যতা –

অফিসার (ক্রেডিট)- সি এ বা সিএম এ(আই সি ডব্লু) বা সি এফ এ বা মোট অন্তত ৬০ শতাংশ নম্বর এবং ফিনান্সে স্পেশালাইজেশন-সহ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট বা এম বি এ বা সমতুল। এই বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। ম্যানেজার (ফোরেক্স)- মোট অনন্ত ৬০ শতাংশ নম্বর এবং ফিন্যান্স বা ইন্টারন্যাশনাল বিজনেসে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট বা এম বি এ বা সমতুল।এই পদে অফিসার পদে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফোরক্সে সার্টিফিকেট কোর্স থাকলে অগ্রাধিকার। ম্যানেজার (সাইবার সিকিউরিটি) – মোট অন্তত ৬০ শতাংশ নম্বর সহ কম্পিউটার সায়েন্স বা ইনফর্মেশন টেকনোলজি বা ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বি ই বা বি টেক অথবা এম সি এ পাশ. সঙ্গে সি সি এন এ বা সি সি এম এ সিকিউরিটি বা সিসি এস ই বা পিসি এন এস ই বা সমতুল কোর্স পাশ। এই কাজে অন্তত ২ বছরের থাকতে হবেয কম্পিউটার সায়েন্স বা ইনফর্মমেশন টোকনোলজি বা ইলেক্টনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিয়ারিংয়ে এম টেক কোর্স পাশ প্রার্থীদের অগ্রাধিকার।

বয়স –

অফিসার (ক্রেডিট)- ১-১-২০২৪ তারিখে ২১ থেকে ২৮ বছর। ম্যানেজার পদের ক্ষেত্রে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সংশ্লিষ্ট সরকারী নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।

বেতন –

অফিসার পদের ক্ষেত্রে – ৩৬০০০-৬৩৮৪০ টাকা, ম্যানেজার পদের ক্ষেত্রে ৪৮১৭০ থেকে ৬৯৮১০ টাকা।

আবেদন ফি –

১১৮০ টাকা

প্রার্থী বাছাই করা হবে – অনলাইন পরীক্ষা ও ইনটারভিউয়ের মাধ্যমে।

রাজ্যের পরীক্ষা কেন্দ্র – আসানসোল, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, ও বর্ধমান।

অনলাইনে আবেদন করা যাবে ২৫ ফেব্রুয়ারি।

Official websiteClick Here
Apply onlineClick Here
Notificationdownload
জিকে মক টেস্ট দেওয়ার জন্য পাশের লিঙ্কে ক্লিক করুন – মক্ টেস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *