Fri. Jul 26th, 2024
KP MATTH PRACTICE SET

1. একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। মাঠটির ক্ষেত্রফল ৩৩৬ বর্গমিটার হলে, তার পরিসীমা কত ?KP MATH PRACTICE SET, KP MATH PRACTICE SET

            ক)90    খ) 78      গ) 84 ঘ) 169

2. একটি নৌকা স্রোতের অনুকূলে 6মিনিটে 1কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 6কিমি যায়। স্রোতের গতিবেগ কত (কিমি/ঘন্টা)?

            ক) 6     খ) 4      গ)3       ঘ) 2

3. কোনো টাকা 20 বছরে সুদে আসলে 3 গুণ হয়। বার্ষিক সুদের হার কত ?

            ক) 20   খ) 10    গ) 5      ঘ) 15

6. কতটাকার 60%, 90 টাকার 83% – এর সমান ?

            ক) 160 খ) 135  গ) 175 ঘ) 125

7. 45মিটার বহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে 2বার পরিক্রমা করতে এক ব্যক্তির কত সেকেন্ড সময় লাগবে, যদি তার গতিবেগ 9 কিমি/ঘন্টা হয়?

            ক) 96   খ) 80  গ)  72  ঘ) 144

8. একটি ক্যাম্পে 4000জন লোকের 190দিনের খাবার মজুত ছিল। 30দিন পর 800জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে?

   ক) 200   খ) 240    গ)  180  ঘ) 300

15. 150মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 70 কিমি বেগে চললে 200 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড লাগবে ?

            ক) 30  খ) 18  গ) 16  ঘ) 24

16. 1+2+3+….25 সংক্যাক্রমের যোগফল কত?

            ক) 300   খ) 225  গ) 325   ঘ) 350

17. নীচের সংখ্যাশ্রেণিতে কতগুলি 9 পাওয়া যাবে, যারা ঠিক আগের ও ঠিক পরের সংখ্যা দ্বারা বিভাজ্য?

            ক) 6   খ) 5   গ) 4  ঘ) 3

19. 8.65এর সঙ্গে কত যোগ করলে যোগফল 402 এর 0.3 এর সমান হবে

ক) 120.6  খ) 113.65  গ) 111.65 ঘ)111.95

20. গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে। কোনো পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায়, তবে গ্যাস ব্যবহারের পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে

ক) 32  খ) 24  গ) 20  ঘ) 30

28. চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত ?

ক) 1050  খ) 1000 গ) 4000 ঘ) 1024

29. রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেসের গতিবেগের অণুপাত 4:3। পূর্বা এক্সপ্রেস যদি 4ঘন্টায় 72 কিমি পথ যায়, তবে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত পথ যাবে?

ক) 72 খ) 48  গ) 24  ঘ) 60

30. সময়মত বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়।সময়মত বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেলেন। বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল?

ক) 430  খ) 330  গ) 220  ঘ) 380

সম্পূর্ণ প্রাকটিস সেট ডাউনলোড করার জন্য পাশের লিঙ্কে ক্লিক করুন – প্রাকটিস সেট -1

জিকে মক টেস্ট দেওয়ার জন্য পাশের লিঙ্কে ক্লিক করুন – জিকে মক টেস্ট

চাকরির খবরের জন্য পাশের লিঙ্কে ক্লিক করুন – চাকরির খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *