Wed. Nov 6th, 2024
ITBP RECRUITMENT - 2023

আইটিবিপি ড্রাইভার নিয়োগ ২০২৩ সাধারণ সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গেজেটেড (নন মিনিস্ট্রিয়াল) বিভাগে কনস্টেবল পদে নিয়োগের জন্য ইন্দো-তিব্বতীয় বর্ডার পুলিশ ফোর্স বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারীদের অবশ্যি ভারতীয় নাগরিক হতে হবে। নির্বাচিত প্রার্থীরা বাহিনীর প্রয়োজন অনুসারে ভারত এবং ভারতের বাইরে কাজ করতে দায়বদ্ধ থাকবে।

এই বিজ্ঞপ্তি সম্পর্কে নীচে আলোচনা করা হল –

          আবেদন প্রক্রিয়া শুরি হবে – ২৭/০৬/২০২৩

          আবেদন করার শেষ তারিখ – ২৬/০৭/২০২৩

মোট শূন্যপদ – ৪৫৮

পদের নামমোট শূন্যপদসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে
জেনারেলএস সিএস টিওবিসিই ড্বালু এস
কনস্টেবল (ড্রাইভার)৪৫৮১৯৫৭৪৩৭১১০৪২

 বিঃদ্রঃ – কোনো বিজ্ঞপ্তি ছাড়াই পরবর্তীকালে শূন্যপদ কমানো বা বাড়ানো যেতে পারে।

অবসরপ্রাপ্ত সরকারী কর্মীদের জন্য ১০শতাংশ পদ সংরক্ষিত থাকবে।

বয়স – ২১ – ২৭ বছরের মধ্যে (২৭/৭/১৯৯৬ এর আগে এবং ২৬/৭/২০০২ এর পরে জন্মগ্রহণ করলে হবে না।)

আবেদন মূল্য – ১০০ টাকা ।

এস.সি, এস.টি, এক্স সারভিসম্যান এদের ক্ষেত্রে কোনো আবেদন মূল্য লাগবে না।

নিয়োগ প্রক্রিয়া –  পি.ই.টি, পি.এস.টি, লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন, স্কিল টেস্ট, মেডিকেল পরীক্ষার মাধ্যমে।

Download Short Notification- Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *