১। ঔরঙ্গজেব কোন শিখগুরুকে হত্যা করেছিলেন ?
উঃ তেগ বাহাদুরয
২। লাহোর কংগ্রেসের উদ্দেশ্য কী ছিল ?
উঃ ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা অর্জন।
৩। আমি আপনাদের একটি মুসলিম প্রদেশ দিতেছি – কে বলেছিলেন ?
উঃ লর্ড কার্জন।
৪। কাশ্মীরের আকবর কাকে বলা হয় ?
উঃ জয়নাল আবেদিনকে।
৫। মুসলিম লিগ কতসালে পৃথক রাষ্ট্র পাকিস্তানের ডাক দিয়েছিল ?
উঃ ১৯৪০
৬। মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয় ?
উঃ নানা ফড়নবিশ।
৭। হিন্দুদের উপর জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন ?
উঃ আকবর।
৮। ১৯২৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে কোন মহিলা সগদ্য প্রথম সভাপতিত্ব করেন ?
উঃ সরোজিনী নাইডু।
৯। বাংলার এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
উঃ উইলিয়াম জোন্স।
১০। ইলিয়ট কাকে সুলতানি আমলের আকবর বলেছিলেন ?
উঃ ফিরোজ তুঘলক।
১১। ১৮৭৮ সালে দেশীয় সংবাদপত্র আইন কে বাতিল করেন ?
উঃ লর্ড রিপন।
১২। ত্রয়োদশ শতকে কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করেন ?
উঃ ইকতিয়ারুদ্দিন বখতিয়ার খলজি।
১৩। কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন ?
উঃ প্রথম রাজেন্দ্রচোল।
১৪। বাংলার স্বাধীন সুলতানির পত্তন কে করেছিলেন ?
উঃ ইলিয়াস শাহ।
১৫। কে প্রথম ফ্যাক্টরি আইন (১৮৮১) প্রবর্তন করেন ?
উঃ লর্ড রিপন।
১৬। ব্রহ্মসভার প্রথম সচিব কে ছিলেন ?
উঃ চন্দ্রশেখর দেব।
১৬। ভারতের প্রথম স্বাধীন সৈন্যবাহিনী কে গঠন করেছিলেন ?
উঃ ইলতুৎমিস।
১৭। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে
ছিলেন ?
উঃ ডাফরিন।
১৮। রামচরিত কার লেখা ?
উঃ সন্ধ্যাকর নন্দী।
১৯। ভারতের বাইরে প্রথম স্বাধীন সৈন্যবাহিনী কে গঠন করেছিলেন ?
উঃ রাসবিহারী বসু।
২০। বিক্রমশীলা বিহার কে প্রতিষ্ঠা করেন ?
উঃ ধর্মপাল।
২১। চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন ?
উঃ সেলুকাস।
২২। রাওলাট আইন কতসালে পাশ হয় ?
উঃ ১৯১৯।
২৩। ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন ?
উঃ গুরুসদয় দত্ত।
২৪। ভারতে সিভিল সার্ভিস কে প্রবর্তন করেছিলেন ?
উঃ কর্ণওয়ালিস।
২৫। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে
ছিলেন ?
উঃ সরোজিনী নাইডু।
২৬। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারল কে ছিলেন ?
উঃ লর্ড মাউন্টব্যাটন।
২৭। গুরুমালা বর্ণমালার শ্রষ্ঠা কে ?
উঃ গুরু অঙ্গদ।
২৮। কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয় ?
উঃ ১৮৫৭।
২৯। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন ?
উঃ হরিষেন।
৩০। শকাব্দের প্রচলন কে করেন ?
উঃ কণিষ্ক।
৩১। মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন ?
উঃ বৃহদ্রথ।
৩২। শকারি উপাধি কে গ্রহণ করেছিলেন ?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
৩৩। কণিষ্কের রাজধানী কোথায় ছিল ?
উঃ পুরুষপুর।
৩৪। প্রথম সাতকর্ণীর রাজধানি কোথায় ছিল ?
উঃ প্রতিষ্ঠান বা পৈথান।
৩৫। গুপ্তবংশের শেষ পরাক্রান্ত সম্রাটের নাম কী ?
উঃ স্কন্দগুপ্ত।
৩৬। মুদ্রারাক্ষস গ্রন্থের রচয়িতা কে ?
উঃ বিশাখ দত্ত।
৩৭। হিউয়েন সাং কার আমলে ভারতে আসেন ?
উঃ হর্ষবর্ধন।
৩৮। ধর্মপালের অপড় নাম কী ?
উঃ বিক্রমশীল।
৩৯। গীতগোবিন্দম কার লেখা ?
উঃ জয়দেব।
৪০। দানসাগর ও অদ্ভদসাগর কার লেখা ?
উঃ বল্লালসেন।