Fri. Jul 26th, 2024

Laboratory Technician and Lower Division Clerk Recruitment  of Chittaranjan National Cancer Institute (CNCI), Kolkata -2023

National Testing Agency (NTA) এর মাধ্যমে Chittaranjan National Cancer Institute এ ল্যাবোটারি টেককনিশিয়ান ও লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগের আবেদন ইতিমধ্যেই শুরু হয়েছে। নিয়োগ সম্পর্কিত তথ্য নীচে আলোচনা করা হল –

আবেদন প্রক্রিয়া চালু হয়েছে – ২৯/০৪/২০২৩

আবেদন জমার শেষ তারিখ – ২৮/০৫/২০২৩ রাত্রি ১২টা

পরীক্ষার তারিখ – পরে জানানো হবে

শূণ্যপদ

লোয়ার ডিভিশন ক্লার্ক – ১০টি

ল্যাবোটারি টেককনিশিয়ান – ৩০ টি

শিক্ষাগত যোগ্যতা

লোয়ার ডিভিশন ক্লার্ক –        যেকোনো স্বীকৃতি বোর্ড থেকে

উচ্চমাধ্যমিক বা সমতুল্য

টাইপিং স্পিড ইংরেজিতে 35 এবং হিন্দিতে 30 w.p.m.

ল্যাবোটারি টেককনিশিয়ান – Bachelor’s Degree in Medical Laboratory

technology with 50% marks from a Govt. recognized university with 02 years certified experience post degree in agovt. recognized Laboratory/Medical Institute.
OR
BSc (biochemistry/ chemistry/ botany/ zoology/
Microbiology/ Biotechnology)
Plus
Diploma in Medical Laboratory technology from a Govt.
recognized Institute with 2(two) year certified
experience post Diploma in a govt. recognized
Laboratory / Medical Institute.

বয়স

লোয়ার ডিভিশন ক্লার্ক ৩০ বছর

ল্যাবোটারি টেককনিশিয়ান ৩২ বছর

সংরক্ষিত প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।

আবেদন মূল্য

General, EWS and OBC এদের ক্ষেত্রে 1000 টাকা

SC/ST & Women এদের ক্ষেত্রে 600 টাকা

PwDs এদের আবেদন মূল্য লাগবে না

আবেদন মূল্যের সাথে প্রসেসিং চার্জ ও জি.এস.টি লাগবে।

পরীক্ষা পদ্ধতি

লোয়ার ডিভিশন ক্লার্ক

পেপার -১

ইংরেজি ও হিন্দিতে পরীক্ষা হবে।

২ নম্বর মানের ১৫০টি প্রশ্ন  ২ঘন্টা সময়।

৪টি প্রশ্ন ভুল হলে ২ নম্বর কাটা যাবে।

পেপার ২-

টাইপিং টেস্ট

মেরিট লিস্ট তৈরী হবে পেপার ১ নম্বর ওপর ভিত্তি করে।

ল্যাবোটারি টেককনিশিয়ান –

ইংরেজি ও হিন্দিতে পরীক্ষা হবে।

১ নম্বর মানের ২০০টি প্রশ্ন  ২ঘন্টা ৩০ মিনিট সময়।

৪টি প্রশ্ন ভুল হলে ১ নম্বর কাটা যাবে।

পেপার -২

স্কিল টেস্ট সময় 30 মিনিট

আরও জানতে নীচের লিঙ্কে ক্লিক কর –

Public NoticeDownload
Details NotificationDownload
Official WebsiteClick Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *