Tue. Nov 19th, 2024
history gk

বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্ন। bengali history gk, bengali history gk

  • বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছিলেন ?                        উঃ  তিতুমির।
  • ওয়াহাবি আন্দোলন প্রবর্তন কে করেন ? উঃ সৈয়দ আহমেদ(রায়বেরেলি)।
  • ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে  ছিলেন ? উঃ লর্ড ক্যানিং।
  • ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ? উঃ লর্ড ক্যানিং।
  • পাল রাজারা যে রৌপ্যমুদ্রা ব্যবহার করত তার নাম কী?              উঃ নারায়নী।
  • দ্রাবিড় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল ? উঃ হরপ্পা অঞ্চলে।
  • হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?            উঃ সিন্ধুনদ।
  • সিন্ধুবাসীরা কোন ধাতুর ব্যবহার জানত না?                   উঃ লোহা।
  • সিন্ধুর বণিকদের কী নামে ডাকা হত? উঃ পনি।
  • কতসালে ভারতে টেলিগ্রাফ লাইন চালু করা হয়? উঃ ১৮৫৩ খ্রীষ্টাব্দে, কোলকাতা থেকে আগ্রা পর্যন্ত। (লর্ড ডালহৌসীর উদ্যোগে)
  • কে প্রথম ভারতে ডাক টিকিটের প্রচলন উঃ লর্ড ডালহৌসী। (প্রথম দু-পয়সার ডাকটিকিট চালু করেন)
  • রাজা প্রতাপাদিত্যতচরিত্র কে রচনা করেন? উঃ রামরাম বসু।
  • বাংলাদেশে প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কী? উঃ হিকির বেঙ্গল গ্যাজেট। (ইংরাজী ভাষায় প্রকাশিত হত)
  • প্রথম বাংলা সাময়িক পত্রিকার নাম কী? উঃ দিগদর্শন।
  • কোন শক রাজা গৌতমীপুত্র সাতকর্ণীর কাছে পরাজিত হন? উঃ রাজা নাহাপনা।
  • কোন রাজার আমলে তৃতীয় বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয় ? উঃ অশোক।
  • ১৮৫৭ সালে মহাবিদ্রোহের সময় হায়দ্রাবাদের নিজাম কে ছিলেন? উঃ আফজল-উদ-দৌলা
  • ইংরেজরা কবে হুগলিতে কারখানা স্থাপন করে ? উঃ ১৬৫১ সালে।
  • বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কী ? উঃ সমাচার দর্পণ।
  • চোল রাজারা যে স্বর্ণ মুদ্রা ব্যবহার করত তার নাম কী ? উঃ কাশু।
  • বিশ্বের প্রাচীনতম পোতাশ্রয়ের নাম কী ? উঃ লোথাল
  • ওড়িশার হুমা মন্দির কোন দেবতাকে উৎসর্গ করা হয়েছে ? উঃ শিব।
  • কোলি বিদ্রোহ কবে ঘটে ? উঃ গুজরাটে  ১৮২৪ থেকে ১৬৪৯খ্রীষ্টাব্দ।
  • সংবাদ প্রভাকর কে কবে প্রকাশ করেন? উঃ ঈশ্বরচন্দ্রগুপ্ত ১৮৩১ খ্রীস্টাব্দে।

জি.কে মকটেস্টের জন্য পাশের লিঙ্কে ক্লিক করুন – মক টেস্ট

ডাউনলোড পিডিএফ – ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *