দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হল ক্লার্কশিপ নিয়োগর বিজ্ঞপ্তি।
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল। নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্য নিম্নে বিস্তারিত বর্ণিত হইল।
শূন্যপদ – এখানো জানানো হয়নি পরে জানানো হবে।
আবেদন প্রক্রিয়া শুরু হবে – ০৮/১২/২০২৩
আবেদন করার শেষ তারিখ – ২৯/১২/২০২৩
আফলাইনে ফিস জমা দেওয়ার শেষ তারিখ ৩০/১২/২০২৩ চালান জেনারেট কার যাবে ২৯/১২/২০২৩
শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক বা সমতুল্য
বয়স – ১৮-৪০ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন)।
আবেদন মূল্য – ১১০ টাকা সঙ্গে সার্ভিস চার্জ কাটবে।
* এস. সি, এসটি, পিডাব্লুডি এদের কোনো ফিস লাগবে না
নিয়োগ পদ্ধতি – পার্ট ১ ও পার্ট ২ পরীক্ষার মাধ্যমে। পার্ট ১ ও পার্ট২ এর নম্বর মিলিয়ে মেরিট হবে।
Official Website | Click Here |
Notification | Download |
Apply Online | Click Here |
Syllabus | Download |