প্রকাশ পেয়েছে ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবেল নিয়োগের বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে ১৪২০ জন লেডি কনস্টেবেল নিয়োগের কথা বলা হয়েছে। এই নিয়োগের ক্ষেত্রে প্রথমে ১০০ নম্বরের প্রিলমিনারি পরীক্ষা তারপর পিএমটি, পিএসটি, তারপর মেইন পরীক্ষা ৮৫ নম্বরের এবং তারপরে ইনটারভিউ নেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া চলবে – ২৩/০৪/২০২৩ থেকে ২২ শে মে ২০২৩ রাত্রি ১১.৫৯ পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক বা সমতুল্য।
বয়স – ১৮-৩০ বছর ০১/০১/২০২৩ এর মধ্যে। এছাড়া সংরক্ষিত ক্যাটাগরির প্রীর্থরা যেমন ছাড় পায় তেমন পাবে।
শারীরিক মাপজোপ – সকলের উচ্চতা ১৬০ সেমি এবং ওজন ৪৯ কেজি। শুধুমাত্র গোর্খা, গারয়ালিস, রাজবংশী এবং তপশীলি উপজাতি এদের ক্ষেত্রে উচ্চতা ১৫২ সেমি এবং ওজন ৪৫ কেজি।
শারীরিক সক্ষমতা – 800 মিটার দৌড় ৪মিনিট ৩০ সেকেন্ডে।
অ্যাপলিকেশন ফি ও প্রসেসিং ফি – তপশীলি জাতি এবং তপশীলি উপজাতি ছাড়া সকলের অ্যাপলিকেশন ফি ১৫০ ও প্রসেসিং ফি ২০ টাকা মোট ১৭০ টাকা।তপশীলি জাতি এবং তপশীলি উপজাতি এদের শুধমাত্র প্রসেসিং ফি ২০ টাকা লাগবে।
অন্য রাজ্যের তপশীলি জাতি এবং তপশীলি উপজাতিদের কোনো ছাড় নেই।
প্রিলমিনারি পরীক্ষা – 100 নম্বরের
i. General Awareness and General Knowledge : 40 Marks
ii. Elementary Mathematics (Madhyamik standard) : 30 Marks
iii. Reasoning : 30 Marks
মেইন পরীক্ষা – 85 নম্বরের
A. General Awareness and General Knowledge – 25 Marks
B. English – 10 Marks
C. Elementary Mathematics (Madhyamik standard) – 25 Marks
D. Reasoning and Logical Analysis – 25 Marks
Deatails Notification | Download |
Official Website | Click here Click here |
apply online | Click here |