মালদা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি স্টাফ নার্স, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে ১০৮ ছেলেমেয়ে নিয়োগ করছে। কারা কোন পদের জন্য যোগ্য নীচে বিস্তারিত দেওয়া হল –
স্টাফ নার্স, এন.ইউ. এইচ.এম – জি.এন.এম কোর্স পাশরা পশ্চিমবঙ্গ বা, ভারতীয় নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত খাকলে আবেদন করতে পারবেন। বি.এস.সি নার্সিং পাশেরাও আবেদন করার যোগ্য। স্থানীয় ভাষা জানতে হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। শূন্যপদ – ৪টি (জেনারেল ৩টি, তপশীল জাতি ১)
মাসিক বেতন – ২৫০০ টাকা
স্টাফ নার্স (U-HWC) – জি.এন.এম কোর্স পাশরা পশ্চিমবঙ্গ বা, ভারতীয় নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত খাকলে আবেদন করতে পারবেন। বি.এস.সি নার্সিং পাশেরাও আবেদন করার যোগ্য।পশ্চিমবঙ্গ রাজ্য নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। স্থানীয় ভাষা জানতে হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
শূন্যপদ – ১৭টি (জেনারেল – ৯টি, তপশীল জাতি-৫, ও.বি.সি. এ-১টি, ও.বি.সি. বি -২টি)
মাসিক বেতন – ২৫০০০ টাকা
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান (এন.ইউ.এইচ.এম)- রাজ্য নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এ.এন.এম বা জি.এন.এম. কোর্স পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। রাজ্য নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। বাংলা ভাষায় জ্ঞান থাকতে হবে।মালদা জেলার স্থানীয় বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
শূন্যপদ – ২২টি (জেনারেল-১৫, তপশীল জাতি – ৪, তপশীল উপ জাতি – ১, ও.বি.সি বি – ২)
মাসিক বেতন – ১৩০০০ টাকা
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান-রাজ্য নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এ.এন.এম বা জি.এন.এম. কোর্স পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। রাজ্য নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। বাংলা ভাষায় জ্ঞান থাকতে হবে।মালদা জেলার স্থানীয় বাসিন্দা হতে হবে।বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
শূন্যপদ – ১৮টি (জেনারেল – ৮, তপশীল জাতি-৫, তপশীল উপ জাতি – ১, ও.বি.সি বি-২, ও.বি.সি এ -২)
মাসিক বেতন – ১৩০০০ টাকা
ব্লক পাবলিক হেলথ ম্যানেজার – লাইফ সায়েন্সের বি.এস.সি কোর্স পাশরা ম্যানেজমেন্টের পোস্ট-গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাশ করে থাকলে যোগ্য। লাইফ সায়েন্সে এম.এসসি. পাশ কিংবা পাব্লিক হেলথ বিষয়ে জ্ঞান থাকলে ভালো হয়। বয়স ৪০ বছরের মধ্যে।
শূন্যপদ – ৩টি (জেনারেল ২, ওবিসি-বি – ১)
মাসিক বেতন – ৩৫০০০ টাকা
ল্যাবরেটরি টেকনিশিয়ান – ফিজিক্স, কেমেস্ট্রি, বায়োলজি বা অঙ্ক বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশরা মেডিক্যাল ল্যাব টেকনোলজির ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। পোস্ট কায়ালিফকেশনের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স ৪০ বছরের মধ্যে।
শূন্যপদ – ৬টি (জেনারেল -৩, ও.বি.সি-বি- ১, তপশীল জাতি – ২)
ব্লক ডাটা ম্যানেজার – যেকোনো শাখার গ্রাজুয়েটরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের ১ বছরের ডিপ্লোমা কোর্স থাকলে যোগ্য। কম্পিউটারে এস.এস.অফিস, এক্সেল, অ্যাকসেস ও ইন্টারনেট সংক্রান্ত কাজে জ্ঞান থাকতে হবে। সরকারি সংস্থায় ৩ বছর ও বেসরকারি সংস্থায় ৫ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্যপদ – ৩টি (জেনারেল -২টি, ওবিসি বি- ১টি)
সবক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।
প্রার্থী বাছাই করা হবে টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে।
আবেদন ফি – ১০০টাকা
সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে – ৫০ টাকা
আবেদন জমার শেষ তারিখ – ১০ই ডিসেম্বর
Official Website | Click Here |
Notification | Download |
Apply Online | Click Here |