1. 6% সরল সুদে 5বছর এবং 8বছরে সরল সুদের পার্থক্য 180 টাকা হলে, আসল কত –
ক)1200 খ)1000 গ)900 ঘ)850
maths in bengali
2. আয়তক্ষেত্রের একটি বাহু 5মিটার এবং কর্ণ 13মিটার হলে, অপর বাহুর দৈর্ঘ্য কত –
ক) 12মিটার খ) 15মিটার গ) 16মিটার ঘ) 17মিটার
3. 480কিমি ব্যবধানের দুটি স্টেশন থেকে দুটি সমান্তরাল রেললাইন বরাবর পরস্পরের অভিমুখে 35কিমি/ঘন্টা এবং 25কিমি/ঘন্টা বেগে ধাবমান। যাত্রা শুরুর কত সময় পরে তারা মিলিত হবে-
ক) 6 খ) 7 গ) 8 ঘ) 10
maths in bengali
4. একটি চৌবাচ্চা A ও B দ্বারা পৃথকভাবে 20মিনিট ও 24মিনিটে পূর্ণ হয়। কিন্তু তৃতীয় একটি নল C দ্বারা 12মিনিটে খালি করতে পারে।তিনটি নল একসঙ্গে খুলে রাখলে রাখলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে-
ক) 120 খ) 110 গ)105 ঘ) 108
5. একটি নৌকা স্রোতের অনুকূলে B থেকে A তে এবং প্রতিকূলে A থেকে B যাওয়ার মোট সময় 4ঘন্টা। যদি স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগ যথাক্রমে 10কিমি/ঘন্টা ও 5কিমি/ঘন্টা হয় তবে A ও B এর দূরত্ব কত –
ক)12কিমি খ)15কিমি গ)16কিমি ঘ) 18কিমি
6. রাহুল তার আয়ের 25শতাংশ ব্যাঙ্কে জমা রাখেন অবশিষ্ট টাকার 15শতাংশ বাজারের জন্য খরচ করার পর তার হাতে 4500টাকা থাকে। রাহুলের আয় কত –
ক)7500 খ)5000 গ)6000 ঘ)7000
7. একটি ট্রেন দিল্লী থেকে পাটনা 70কিমি/ঘন্টা গতিতে যায় এবং 75কিমি/ঘন্টা গতিতে ফিরে আসে। যদি মোট 145 ঘন্টা সময় লাগে দিল্লী এবং পাটনার দূরত্ব কত –
ক) 5200 খ) 5250 গ) 5300 ঘ) 5340
8. এক ব্যক্তি একটি যাত্রা 15ঘন্টায় সম্পন্ন করতে পারে। যাত্রাপথের প্রথম অর্ধেক 20কিমি/ঘন্টা গতিতে এবং পরের অর্ধেক রাস্তা 30কিমি/ঘন্টা গতিতে অতিক্রম করতে পারে। তিনি মোট কত দূরত্ব অতিক্রম করেছেন –
ক) 256 খ) 288 গ) 290 ঘ) 245
9. একটি ঘরের দৈর্ঘ্য 8মিটার, প্রস্থ 6মিটার ও উচ্চতা 5মিটার হলে, ক্ষেত্রফল কত –
ক) 145 খ) 140 গ) 160 ঘ) 180
10. কোন পরীক্ষায় 60শতাংশ ইংরেজিতে পাস করে এবং 65 শতাংশ অঙ্কেতে, আর 15শতাংশ উভয় বিষয়ে ফেল করে। যদি 360 জন পাস করে উভয় বিষয়ে তাহলে প্রার্থীদের সংখ্যা কত –
ক) 5600 খ) 6000 গ) 7200 ঘ) 5000
11. একই হারে 400 টাকার 4বছরের সুদ এবং 700টাকার 2বছরের সুদ একত্রে 180টাকা হলে সুদের হার হল –
ক) 6শতাংশ খ) 5শতাংশ গ) 4শতাংশ ঘ) 8শতাংশ
12. একটি চৌবাচ্চা A নল 6ঘন্টায় B নল 8ঘন্টায় পূর্ণ করতে পারে। C নল 4ঘন্টায় খালি করতে পারে তিনটি নল একসঙ্গে খুলে রাখলে চৌবাচ্চা কখন পূর্ণ হবে –
ক) 22ঘন্টায় খ) 24ঘন্টায় গ)26ঘন্টায় ঘ) 26ঘন্টায়
13. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 26সেমি। যদি আয়তক্ষেত্রটির পরিসীমা 296 সেমি হয়। তার ক্ষেত্রফল কত –
ক) 5280 খ) 5260 গ) 5240 ঘ) 5300
14. 8বছর পর রমেশ ও সৌরভের বয়সের অনুপাত 8:9। তাদের বর্তমান বয়সের যোগফল 35। রমেশের বর্তমান বয়স কত –
ক) 15বছর খ) 16বছর গ) 12বছর ঘ) 10 বছর
15. গোপাল তাঁর আয়ের 20শতাংশ ডাকঘরে জমা রাখেন। অবশিষ্ট টাকার 25শতাংশ বাগানের জন্য খরচ করেন, তারপর তার হাতে 6000টাকা থাকে। গোপালের আয় কত –
ক) 10000 খ) 12000 গ) 11000 ঘ) 13000
16. একটি শ্রেণীর 10ছাত্রের গড় বয়স 20বছর। 8জন অতিরিক্ত যোগদান করলে ছাত্রদের গড় বয়স 2বছর বৃদ্ধি পায়। অতিরিক্ত ছাত্রদের গড় বয়স কত –
ক) 32 খ) 28 গ) 30 ঘ) 26
17. একটি কাজ 80জন লোক 40দিনে করতে পারে। আর কতজন লোক নিয়োগ করলে কাজটি 25দিনে শেষ করতে পারবে –
ক)120দিন খ) 122 দিন গ) 128 দিন ঘ) 130দিন
18. 600টাকার 4বছরের সরল সুদ 720টাকা। সুদের হার নির্ণয় কত –
ক) 3 খ)5 ঘ) 6 ঘ) 8
19. একটি গণিত বই 18শতাংশ লাভে 236টাকায় বিক্রি হয়। যদি বইটিকে 212টাকায় বিক্রি করা হয় লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় কর –
ক) 6শতাংশ খ) 7শতাংশ গ) 5শতাংশ ঘ) 4শতাংশ
20. একটি আয়তক্ষেত্রের পরিসীমা 22সেমি এবং ক্ষেত্রফল 24বর্গসেমি হলে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত –
ক) 4সেমি খ) 5সেমি গ) 7সেমি ঘ) 8সেমি
চাকরির বিজ্ঞপ্তি সংক্রান্ত খবরের জন্য পাশের লিঙ্কে ক্লিক করুন – লিঙ্ক
খেলা সংক্রান্ত আপডেটের জন্য পাশের লিঙ্কে ক্লিক করুন – লিঙ্ক
জিকে মক্ টেস্টের জন্য পাশের লিঙ্কে ক্লিক করুন – লিঙ্ক