Fri. Oct 17th, 2025
mathematics questionsmathematics questions

1. বার্ষিক 25শতাংশ সরল সুদের হারে কতদিনে কোন টাকা তিনগুণ হবে –

ক) 7 বছর   খ) 8বছর   গ) 6বছর  ঘ) 10বছর

2. দীপক শ্যামলকে 60মিটার পিছনে ফেলে 4কিমি/ঘন্টা গতিতে ছুটতে শুরু করল। ঠিক ওই সময়ে 5কিমি/ঘন্টা বেগে ছুটে দীপকে ধরের ফেলল। ওই সময়ে দীপক দৌড়েছিল –

ক) 240মিটার  খ) 260মিটার  গ) 220মিটার  ঘ) 260মিটার

3. একটি চেয়ার 3500 টাকায় বিক্রি করলে 30শতাংশ ক্ষতি হয়। তাহলে ওই টেবিলটি কত টাকায় বিক্রি করলে তার লাভ হত 24শতাংশ –

ক) 6500  খ) 5000  গ) 6200 ঘ) 6400

4. একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 60শতাংশ পান। মোট ভোটের 20শতাংশ অবৈধ ভোট এবং মোট ভোটের 8000হলে, দ্বিতীয় প্রার্থীর প্রাপ্য বৈধ ভোটের সংখ্যা কত –

ক) 2560  খ) 6400  গ)2700 ঘ) 2800

5. 5000টাকা চক্রবৃদ্ধি সুদে 3বছরে বেড়ে হয় 6155টাকা, সুদের হার নির্ণয় কর –

ক) 10শতাংশ   খ)7শতাংশ  গ) 8শতাংশ  ঘ) 11শতাংশ 

6. 8শতাংশ সরল সুদে 4বছর ও 5বছরের সুদের পার্থক্য 48টাকা, টাকার পরিমাণ নির্ণয় কর ৃ

ক) 500  খ) 400  গ) 600 ঘ) 700

7. দুটি সংখ্যার অনুপাত 4:5। যদি তাদের ল.সা.গু 300হয়, তাহলে সংখ্যাদুটির যোগফলের বর্গ কত –

ক) 18300  খ) 18225  গ) 18400 ঘ) 18450

8. 7বছর আগে আকাশ এবং শিবমের বয়সের অনুপাত 5:6 এবং আজ থেকে 7বছর পর তাদের দুজনের বয়সের অনুপাত হবে 7:8। 5বছর পর তাদের বয়সের অনুপাত হবে –

ক) 47 : 54  খ) 45: 49   গ) 44 : 43  ঘ) 41 : 43

9. 2800 এর 14শতাংশ এর সঙ্গে কত যোগ করলে যোগফল 5400 এর 18শতাংশ এর বরাবর হবে –

ক) 480  খ) 580  গ) 570  ঘ) 590

10. বাপি কোন কাজের 1/8 অংশ 5দিনে করতে পারে। রোহিত ওই কাজের ¼ অংশ 15দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজটি কতদিনে সম্পন্ন করতে পারবে –

ক) 22দিন  খ) 25দিন  গ) 24দিন ঘ) 28দিন

11. একটি নৌকা স্রোতের বিপরীতে 36কিমি যায় 3ঘন্টায় এবং স্রোতের অনুকূলে যায় 1ঘন্টায়। স্থির জলে 72কিমি যেতে কত সময় লাগবে

 ক) 4  খ) 2    গ) 3   ঘ) 5

12. একটি ক্লাসে ক্লাসটেস্ট পরীক্ষায়  35জন ছাত্রের গড় নম্বর 17। যদি 3 নম্বর করে প্রত্যেকের কাছ থেকে কমানো হয়, তাহলে নতুন নম্বরের গড় কতৃ

ক) 15  খ) 16  গ) 17  ঘ) 14

13. 40জন শ্রমিক একটি কাজ 20দিনে করতে পারে। 8দিন পরে 8জন লোক যোগদান করায়। বাকি কাজ শেষ করতে কতদিন লাগবে –

ক) 12দিন  খ) 15দিন  গ) 10দিন  ঘ) 11দিন

14. একটি ট্রেন 72কিমি/ঘন্টা বেগে 12সেকেন্ডে একিট পোস্টকে অতিক্রম করে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত –

ক) 240মিটার  খ) 260মিটার  গ) 280মিটার  ঘ) 270মিটার

15. বিশাল তাঁর আয়ের 20শতাংশ ব্যাঙ্কে জমা রাখেন। অবশিষ্ট টাকার 25শতাংশ খাবারের জন্য খরচ করার পর তার হাতে 2700টাকা থাকে। বিশালের আয় কত –

ক) 4500টাকা   খ) 4800টাকা  গ) 5000টাকা  ঘ) 6000টাকা

16. রাহুল ও সৌভিক একটি কাজ 24দিনে করতে পারে। সৌভিক ওই কাজটি 18দিনে করতে পারে। রাহুল ওই কাজটির 1/3 অংশ কতদিনে করতে পারে –

ক) 4  খ) 8  গ) 6  ঘ) 10

17. আয়তকার বাগানের দৈর্ঘ্য 20মিটার এবং পরিসীমা 90মিটার হলে, ক্ষেত্রফল কত –

ক) 600বর্গমিটার  খ) 500বর্গমিটার  গ) 700বর্গমিঃ  ঘ) 420বর্গমিঃ

18. কোন আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 105বর্গসেমি এবং কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল প্রস্থের 6গুণ হলে, আয়তকার ক্ষেত্রের প্রস্থ কত –

ক) 6  খ) 8  গ) 10  ঘ) 7

19. একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 25শতাংশ বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে –

ক) 56.25  খ) 50.25  গ) 50  ঘ) 58.20

20. বাপ্পা একটি পরীক্ষায় 525 নম্বর পায় যা নূন্যতম পাস মার্কসের চেয়ে 5শতাংশ বেশি। ওই পরীক্ষায় সুব্রত 720 নম্বর পায়, তাহলে পাস মার্কসের থেকে কত শতাংশ বেশি পেয়েছে –

ক) 44শতাংশ  খ) 40শতাংশ  গ) 48শতাংশ  ঘ) 60শতাংশ

চাকরির বিজ্ঞপ্তি সংক্রান্ত খবরের জন্য পাশের লিঙ্কে ক্লিক করুন – লিঙ্ক

খেলা সংক্রান্ত আপডেটের জন্য পাশের লিঙ্কে ক্লিক করুন – লিঙ্ক

জিকে মক্ টেস্টের জন্য পাশের লিঙ্কে ক্লিক করুন – লিঙ্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *