Fri. Oct 17th, 2025
mathematics practice setmathematics practice set

1. চিনির দাম 20শতাংশ বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের চিনির ব্যবহার কত শতাংশ কমালে তাদের চিনির খরচ অপরিবর্তিত থাকবে –

2. দুটি পাইপ যথাক্রমে 24মিনিট এবং 30মিনিটে একটি চৌবাচ্চা ভর্তি করতে পারে। দুটি পাইপ 10মিনিট খুলে রাখার পর ধীর গতি সম্পন্ন পাইপটি বন্ধ করে দেওয়া হয়। অন্য পাইপটি কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ করতে পারবে –

         ক) 6মিনিট       খ) 8মিনিট        গ) 7মিনিট        ঘ) 5মিনিট

3. একটি দ্রব্যের ক্রয়মূল্য লিখিতমূল্যের 65শতাংশ। যদি 20শতাংশ ছাড় দেওয়া হয় তাহলে লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় কর –

4. বার্ষিক 20শতাংশ সরল সুদের হারে কত দিনে কোনটাকা তিনগুণ হবে –

ক) 15বছরে  খ) 10বছরে  গ) 12বছরে  ঘ) 14বছরে

5. 3600টাকার 6বছরের সাধারণ সুদ 864 টাকা সুদের হার নির্ণয় কর –

ক) 6শতাংশ  খ) 5শতাংশ  গ) 4শতাংশ  ঘ) 8শতাংশ

6. কিছু পরিমাণ টাকা 20শতাংশ হারে 2বছরের চক্রবৃদ্ধি সুদ 2640 টাকা। ওই একই পরিমাণ টাকার একই হারে একই সময়ের সরল সুদ কত –

ক) 2500  খ) 2400  গ) 2600  ঘ) 2450

7. একজন দোকানদার একটি দ্রব্য 28750 বিক্রি করলে 25শতাংশ লাভ হয়। যদি দ্রব্যটি 25415 টাকায় বিক্রি করা হয়, তবে তার লাভের পরিমাণ নির্ণয় কর –

ক) 11.5 শতাংশ  খ) 10শতাংশ  গ) 10.5শতাংশ  ঘ) 12শতাংশ

8. একটি দ্রব্য 40শতাংশ ছাড়ে কিনে 25শতাংশ লাভে বিক্রি করা হয়। আসল মূল্যের তুলনায় লাভ বা ক্ষতি নির্ণয় কর –

ক) 20শতাংশ  খ) 22শতাংশ  গ) 25শতাংশ  গ) 28শতাংশ

9. পাঁচটি সংখ্যার গড় 28.5। প্রথম সংখ্যাটি বাকি চারটি নম্বরের ¼ অংশ। প্রথম নম্বরটি কত –

ক) 25   খ) 26  গ) 28  ঘ) 24

10. এক ব্যক্তি 630টাকায় দুটি ঘড়ি কেনেন। একটি 20শতাংশ লোকসানে এবং  অন্যটি 30শতাংশ লাভে বিক্রয় করেন। উভয় ঘড়ির বিক্রয়মূল্য সমান হলে লোকসানে বিক্রয় করা রেডিওর ক্রয়মূল্য কত –

ক) 380  খ) 390  গ) 370  ঘ) 360

11. একটি ত্রাণশিবিরে 1200জন শরণার্থীর 60দিনের খাবার মজুত ছিল। 8দিন পর আরও 400 শরণার্থী ওই শিবিরে আসলে মজুত খাদ্যে আর কতদিন চলবে –

ক) 35দিন   খ) 36দিন  গ) 39দিন  ঘ) 42দিন

12. একটি ট্রেন 160 দীর্ঘ একটি স্টেশন অতিক্রম করে 18সেকেন্ডে এবং 130মিটার দীর্ঘ আর একটি স্টেশন অতিক্রম করে 16 সেকেন্ডে, ট্রেনটির গতিবেগ কত –

ক) 55কিমি  খ) 50কিমি  গ) 54কিমি  ঘ) 50কিমি

13. গোপাল রোহিতের থেকে দ্বিগুণ দক্ষ। যদি উভয় মিলে একটি কাজ 15দিনে করতে পারে। তাহলে রোহিত একা কতদিনে কাজ করবে।

ক) 40দিন  খ) 45দিন  গ) 42দিন  ঘ) 35দিন

14. স্থির জলে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 12কিমি এবং নদীর স্রোতের গতি ঘন্টায় 5কিমি।স্রোতের বিপরীতে 42কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে –

ক) 6   খ) 5  ঘ) 4  ঘ) 3

15. কোন টাকার 2বছরের চক্রবৃদ্ধি সুদ 330টাকা এবং সরল সুদ 300টাকা হলে, সুদের হার কত –

ক) 15শতাংশ  খ) 20শতাংশ গ) 18শতাংশ  ঘ) 17শতাংশ

16. রাহুল 16000 টাকা এবং সুমিত 24000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। যদি বছরের শেষে 2100টাকা লাভ হয় তাহলে সুমিতের লভ্যাংশ কত –

ক) 1600  খ) 1100  গ) 1200 ঘ) 1400

17. আকাশের আয় প্রথমে 22শতাংশ বৃদ্ধি পায় এবং পরে আবার 25শতাংশ বৃদ্ধি পায়। মো়টের উপর কত শতাংশ বৃদ্ধি পেয়েছে –

ক) 54.94 শতাংশ  খ) 50.94শতাংশ  গ) 45.94শতাংশ  ঘ) 50শতাংশ

18. একটি আয়তক্ষেত্রের পরিসীমা 30সেমি হয়, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে আয়তক্ষেত্রটির আয়তন কত –

ক) 45বর্গসেমি   খ) 50বর্গসেমি  গ) 60বর্গসেমি  ঘ) 63বর্গসেমি

19. একটি ট্রেনের দৈর্ঘ্য 220মিটার তার গতি 90কিমি/ঘন্টা। তাহলে ট্রেনটি কত সময় নেবে 155 লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে –

ক) 20সেকেন্ড  খ) 10সেকেন্ড  গ) 25সেকেন্ড   ঘ) 15সেকেন্ড

20. দেবু স্করপিও গাড়ি গাড়িতে একটি নির্দিষ্ট দূরত্ব 70কিমি/ঘন্টা গতিতে যায় 5ঘন্টায়। কৌশিক মোটর বাইকে 50কিমি দূরত্ব অতিক্রম করে একই সময়ে, তাহলে মোটরবাইকের গতিবেগ কত-

ক) 60কিমি/ঘন্টা  খ) 40কিমি/ঘন্টা  গ) 48কিমি/ঘন্টা  ঘ) 52কিমি/ঘন্টা

চাকরির বিজ্ঞপ্তি সংক্রান্ত খবরের জন্য পাশের লিঙ্কে ক্লিক করুন – লিঙ্ক

খেলা সংক্রান্ত আপডেটের জন্য পাশের লিঙ্কে ক্লিক করুন – লিঙ্ক

জিকে মক্ টেস্টের জন্য পাশের লিঙ্কে ক্লিক করুন – লিঙ্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *