যোগ্যতা
জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – মোট ৬০ (তপশিলী, প্রতিবন্ধী ৫৫)নম্বর পেয়ে যেকোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করার যোগ্য।
বয়স হতে হবে – ২০ থেকে ২৫ বছরের মধ্যে
শূণ্যপদ – ৮০০ টি
এক্সিকিউটিভ সেলস অ্যান্ড অপারেশন্স – যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করার যোগ্য।
বয়স হতে হবে – ২০ থেকে ২৫ বছরের মধ্যে
শূণ্যপদ – ২১০০
উভয় পদের ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের পরীক্ষা হবে ৩১শে ডিসেম্বর
এক্সিকিউটিভ সেলস অ্যান্ড অপারেশন্স পদের পরীক্ষা ৩০শে ডিসেম্বর
পরীক্ষাপদ্ধতি – ২০০ নম্বরের পরীক্ষা ২০০টি প্রশ্ন থাকবে এইসব বিষয় থেকে –
১) লজিক্যাল রিজনিং, ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটশন- ৬০ নম্বরের (৬০চি প্রশ্ন)
২)ইংলিশ ল্যাঙ্গুয়েজ – ৪০ নম্বরের (৪০টি প্রশ্ন)
৩) কোয়ান্টিটিভ অ্যাপ্টিটিউট – ৪০ নম্বরের (৪০টি প্রশ্ন)
৪) জেনারেল/ইকনমি/ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস / কম্পিউটার/আই.টি ৬০ নম্বরের (৬০টি প্রশ্ন)