দেশের গ্রীমীণ ব্যাঙ্কগুলিতে অফিস অ্যাসিস্ট্যান্ট(গ্রুপ বি), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রুপ এ, অফিসার স্কেল 1), ম্যানেজার (গ্রুপ এ, অফিসার স্কেল 2) এবং সিনিয়র ম্যানেজার (গ্রুপ এ, অফিসার স্কেল 3) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আইবিপিএস-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে।
মোট শূন্যপদ – ১৩২১৭
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইন আবেদন করা যাবে | ০১.০৯.২০২৫ থেকে ২১.০৯.২০২৪ |
অনলাইন ফি প্রদান করা যাবে | ০১.০৯.২০২৫ থেকে ২১.০৯.২০২৪ |
আবেদনপত্র সংশোধণ কার যাবে পেমেন্ট সহ | রেজিস্ট্রেশন প্রকিয়া সমাপ্ত হওয়ার পর আইবিপিএস-এর ওয়েবসাইটে জানানো হবে। |
প্রাক পরীক্ষা প্রশিক্ষণ | নভেম্বর ২০২৫ |
কললেটার ডাউনলোড (Officers/OA) | নভেম্বর / ডিসেম্বর ২০২৫ |
প্রিলিমিনারি পরীক্ষা (Officers/OA) | নভেম্বর / ডিসেম্বর ২০২৫ |
প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল (Officers/OA) | নভেম্বর / ডিসেম্বর ২০২৫ |
কললেটার ডাউনলোড মেইন/সিঙ্গেল(Officers/OA) | ডিসেম্বর ২০২৫/ফেব্রুয়ারি ২০২৬ |
ফলাফল ঘোষণা – প্রধান / একক (অফিসারদের জন্য)স্কেল ১,২,৩ | জানুয়ারী ২০২৬ |
ইন্টারভিউ এর জন্য কললেটার ডাউনলোড (অফিসারদের জন্য)স্কেল ১,২,৩ | জানুয়ারী ২০২৬ |
ইন্টারভিউ গ্রহণ (অফিসার স্কেল ১,২,৩) | জানুয়ারী/ফেব্রুয়ারী ২০২৬ |
অস্থায়ী বরাদ্দ (অফিসারদের জন্য স্কেল ১,২,৩ এবং অফিস সহকারী) | ফেব্রুয়ারী/মার্চ ২০২৬ |
gramin bank recruitment 2025
বয়স
গ্রুপ | পোস্ট | বয়সের সীমা | মন্তব্য |
গ্রুপ বি | অফিস অ্যাসিস্ট্যান্ট | ১৮ থেকে ২৮ বছরের মধ্যে | ০২.০৯.১৯৯৭ থেকে ০১.০৯.২০০৭ এর মধ্যে জন্ম গ্রহণ করে থাকতে হবে। |
গ্রুপ এ | অফিসার স্কেল ১ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) | ১৮ থেকে ৩০ বছরের মধ্যে | ০২.০৯.১৯৯৫ থেকে ০১.০৯.২০০৭ এর মধ্যে জন্ম গ্রহণ করে থাকতে হবে। |
অফিসার স্কেল ২ (ম্যানেজার) | ২১ থেকে ৩২ বছরের মধ্যে | ০২.০৯.১৯৯৩ থেকে ০১.০৯.২০০৪ এর মধ্যে জন্ম গ্রহণ করে থাকতে হবে। | |
অফিসার স্কেল ৩ (সিনিয়র ম্যানেজার) | ২১ থেকে ৪০ বছরের মধ্যে | ০২.০৯.১৯৮৫ থেকে ০১.০৯.২০০৪ এর মধ্যে জন্ম গ্রহণ করে থাকতে হবে। |
উপরে উল্লিখিত সর্বোচ্চ বয়সসীমা শুধুমাত্র সাধারণ ও ইডাব্লুএস শ্রেণীর প্রার্থীদের জন্য প্রযোজ্য।
বিভাগ | বয়সের ছাড় |
তপসিলি জাতি (এসসি)/তপসিলি উপজাতি(এসটি) | ৫বছর |
অন্যান্য অনগ্রসর শ্রেণী (ওবিসি-নন ক্রিমি লেয়ার) | ৩বছর |
অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রাক্তন সৈনিক / প্রতিবন্ধী প্রাক্তন সৈনিক (ESM/DESM) | প্রতিরক্ষা বাহিনীতে প্রকৃত চাকরির সময়কাল + ৩ বছর (৮বছর প্রতিবন্ধী প্রাক্তন সৈনিক এসসি/এসটি)সর্বোচ্চ বয়সসীমা ৫০বছর |
প্রাক্তন সৈনিক কমিশনপ্রাপ্ত অফিসারদের ক্ষেত্রে, যার মধ্যে ECO/SSCO অন্তর্ভুক্ত, যারা কমপক্ষে ৫বছর সামরিক পরিষেবা প্রদান করেছেন এবং নিয়োগ সমাপ্তির পরে মক্তি পেয়েছেন(যাদের আবেদন প্রাপ্তির শেষ তারিখ থেকে পরবর্তী এক বছরের মধ্যে নিয়োগ সম্পন্ন হওয়ার কথা রয়েছে) অসদাচরণ বা অদক্ষতার কারণে বরখাস্ত/বরখাস্তের মাধ্যমে অথবা সামরিক চাকরির কারণে বা অক্ষমতার কারণে, শারীরিক অক্ষমতার কারণে সরকারি নির্দেশিকানুসারে সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হবে। | অফিসার পদের জন্য ৫বছর |
বিধবা, তালাকপ্রাপ্ত মহিলা এবং আইনত তাদের স্বামীদের থেকে পৃথক মহিলা যারা পুনর্বিবাহ করেননি। | শুধুমাত্র অফিস সহকারী পদের জন্য জেনারেল/ইডাব্লুএস পদের ক্ষেত্রে ৩৫বছর, ওবিসি প্রার্থীদের জন্য ৩৮পর্যন্ত এবং এসসি/এসটি প্রার্থীদের জন্য ৪০ বছর। |
gramin bank recruitment 2025
শিক্ষাগত যোগ্যতা
পোস্ট | অপরিহার্য শিক্ষাগত যোগত্যা | অভিজ্ঞতা |
অফিস অ্যাসিস্ট্যান্ট | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি বা তার সমতুল্য ক)অংশগ্রহণকারী RRB/গুলি দ্বারা নির্ধারিত স্থানীয় ভাষায় দক্ষতা* খ)কাঙ্ক্ষিত – কম্পিউটারের কাজের জ্ঞান। | |
অফিসার স্কেল -১ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি বা তার সমতুল্য ডিগ্রি কৃষি, উদ্যানতত্ত্ব, বনবিদ্যা, পশুপালন, পশুচিকিৎসা বিজ্ঞান, কৃষি প্রকৌশল, মৎস্যচাষ, কৃষি বিপণন ও সহযোগিতা, তথ্য প্রযুক্তি, ব্যবস্থাপনা, আইন, অর্থনীতি বা হিসাববিজ্ঞানে ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত স্থানীয় ভাষার দক্ষতা। ক)অংশগ্রহণকারী RRB/গুলি দ্বারা নির্ধারিত স্থানীয় ভাষায় দক্ষতা* খ)কাঙ্ক্ষিত – কম্পিউটারের কাজের জ্ঞান। | |
অফিসার স্কেল ২ জেনারেল ব্যাঙ্কিং অফিসারস্ (ম্যানেজার) | যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা সমমানের ডিগ্রি, সর্বনিম্ন ৫০% নম্বর সহ ব্যাঙ্কিং, ফিন্যান্স, মার্কেটিং, কৃষি, উদ্যানতত্ত্ব, বনবিদ্যা, পশুপালন, পশুচিকিৎসা বিজ্ঞান, কৃষি প্রকৌশল, মৎসচাষ, কৃষি বিপণন ও সহযোগিতা, তথ্য প্রযুক্তি, ব্যবস্থাপনা, আইন, অর্থনীতি এবং হসাববিজ্ঞানে ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যায়। | ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কর্মকর্তা হিসেবে দুই বছর। |
অফিসার স্কেল ২ স্পেশালিস্ট অফিসারস্ (ম্যানেজার) | তথ্যপ্রযুক্তি অফিসার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স/যোগাযোগ/কম্পিটার বিজ্ঞান / তথ্যপ্রযুক্তিতে স্নাতক ডিগ্রি অথবা তার সমতুল্য, সর্বনিম্ন ৫০শতাংশ নম্বর সহ। কাম্য ASP, PHP, C++, Java, VB, VC, OCP ইত্যাদি বিষয়ে সার্টিফিকেট। | এক বছর (প্রাসঙ্গিক ক্ষেত্রে) |
চার্টার্ড অ্যাকাউন্ট ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া থেকে সার্টিফাইড অ্যাসোসিয়েট। | এক বছর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসাবে। | |
ল অফিসার যে কোন একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে ডিগ্রি বা তার সমতুল্য, সর্বনিম্ন ৫০শতাংশ নম্বর সহ। | আইনজীবী হিসেবে দুই বছর অথবা আইন কর্মকর্তা হিসাবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে দু-বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। | |
ট্রেজারি ম্যানেজার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অথবা ফিনান্সে এমবিএ স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে। | এক বছর (প্রাসঙ্গিক ক্ষেত্র) | |
অফিসার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং-এ এমবিএ | ||
এগ্রিকালচার অফিসার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি/ উদ্যানপালন/দুগ্ধ/পশুপালন/বনবিদ্যা/পশুচিকিৎসা বিজ্ঞান/ কৃষি প্রকৌশল / মৎস্যচাষ বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা তার সমতুল্য নূন্যতম ৫০শতাংশ নম্বর সহ। | ||
অফিসার স্কেল – 3 (সিনিয়র ম্যানেজার) | যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেতোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি, অন্তত 50শতাংশ নম্বর সহ। ব্যাঙ্কিং, ফিন্যান্স, মার্কেটিং, কৃষি, উদ্যানতত্ত্ব, বনবিদ্যা, পশুপালন, পশুচিকিৎসা বিজ্ঞান, কৃষি প্রকৌশল, মৎস্যচাষ, কৃষি বিপণন ও সহযোগিতা, তথ্য প্রযুক্তি, ব্যবস্থাপনা, আইন, অর্থনীতি এবং হিসাববিজ্ঞান বিষয়ে ডিগ্রি/ডিপ্লোমাধারী অগ্রাধিকার দেওয়া হবে। | অফিসার হিসাবে ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। |
আবেদন ফি
আবেদন ফি/ইনটিমেশন চার্জ ০১.০৯.২০২৫ থেকে ২১.০৯.২০২৫ পর্যন্ত অনলাইনে জমা দেওয়া যাবে।
অফিসার স্কেল ১,২,৩ | এসসি, এসটি, পিডাব্লুবিডি প্রার্থীদের জন্য ১৭৫ টাকা (জিএসটি সহ) অন্যান্য সকলের জন্য ৮৫০ টাকা (জিএসটি সহ) |
অফিস সহকারী | এসসি/এসটি/ পিডাব্লুবিডি/ইএসএম/ডিইএসএম প্রার্থীদের জন্য ১৭৫ টাকা (জিএসটি সহ) অন্যান্য সকলের জন্য ৮৫০ টাকা (জিএসটি সহ) |
অনলাইনে ফি/ইন্টিমেশন চার্জ প্রদানের জন্য ব্যাংক লেনদেনের চার্জ প্রার্থীকে বহন করতে হবে।
অফিস অ্যাসিস্ট্যান্ট – এই পদের ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা অনলাইনে মেইন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। মেইন পরীক্ষায় উত্তীর্ণ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে, আবেদনকৃত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের শূন্যপদে অস্থায়ীভাবে বরাদ্দ করা হবে।
অফিসার স্কেল 1 – এই পদের ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা অনলাইনে মেইন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। মেইন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের, একটি সাধারণ ইন্টারভিউ এর জন্য ডাকা হবে, যা নোডাল আঞ্চলিক ব্যাংকগুলি NABARD এবং IBPS এর সহায়তায় উপযুক্ত কতৃপক্ষের সাথে পরামর্শ করে সমন্বিত করবে।
অফিসার স্কেল 2 (জেনারেলিস্ট এবং স্পেশালিস্ট) এবং অফিসার স্কেল 3 – এই পদগুলির জন্য একটি অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং একক অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একটি সাধারণ ইন্টারভিউ এর জন্য ডাকা হবে, যা নোডাল আঞ্চলিক ব্যাংকগুলি NABARD এবং IBPS এর সহায়তায় উপযুক্ত কতৃপক্ষের সাথে পরামর্শ করে সমন্বিত করবে।
অনলাইন পরীক্ষা পদ্ধতি
অফিস অ্যাসিস্ট্যান্ট
পরীক্ষার নাম | পরীক্ষার মাধ্যম | প্রশ্নের সংখ্যা | সর্বোচ্চ নম্বর | সময় | |
রিজনিং | * | ৪০ | ৪০ | ২৫ মিনিট | |
নিউমেরিক এবিলিটি | * | ৪০ | ৪০ | ২০মিনিট | |
মোট নম্বর | ৮০ | ৮০ | ৪৫মিনিট | ||
gramin bank recruitment 2025
অফিসার স্কেল – ১
পরীক্ষার নাম | পরীক্ষার মাধ্যম | প্রশ্নের সংখ্যা | সর্বোচ্চ নম্বর | সময় | |
রিজনিং | * | ৪০ | ৪০ | ২৫ মিনিট | |
কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড | * | ৪০ | ৪০ | ২০মিনিট | |
মোট নম্বর | ৮০ | ৮০ | ৪৫মিনিট | ||
প্রধান পরীক্ষা
অফিস অ্যাসিস্ট্যান্ট
ক্রমিক নং | পরীক্ষার নাম | পরীক্ষার মাধ্যম | প্রশ্নের সংখ্যা | সর্বোচ্চ নম্বর | সময় |
১ | রিজনিং | * | ৪০ | ৫০ | ৩০মিনিট |
২ | কম্পিউটার নলেজ | * | ৪০ | ২০ | ১৫মিনিট |
৩ | জেনারেল অ্যাওয়ারনেস | * | ৪০ | ৪০ | ১৫মিনিট |
৪.ক | ইংরাজী ভাষা | ইংরাজী | ৪০ | ৪০ | ৩০মিনিট |
৪.খ | হিন্দি ভাষা | হিন্দি | ৪০ | ৪০ | ৩০মিনিট |
৫ | নিউমেরিক এবিলিটি | * | ৪০ | ৫০ | ৩০মিনিট |
মোট নম্বর | ২০০ | ২০০ | ১২০ মিনিট |
অফিসার স্কেল – ১
ক্রমিক নং | পরীক্ষার নাম | পরীক্ষার মাধ্যম | প্রশ্নের সংখ্যা | সর্বোচ্চ নম্বর | সময় |
১ | রিজনিং | * | ৪০ | ৫০ | ৩০মিনিট |
২ | কম্পিউটার নলেজ | * | ৪০ | ২০ | ১৫মিনিট |
৩ | জেনারেল অ্যাওয়ারনেস | * | ৪০ | ৪০ | ১৫মিনিট |
৪.ক | ইংরাজী ভাষা | ইংরাজী | ৪০ | ৪০ | ৩০মিনিট |
৪.খ | হিন্দি ভাষা | হিন্দি | ৪০ | ৪০ | ৩০মিনিট |
৫. | কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড | * | ৪০ | ৫০ | ৩০মিনিট |
মোট নম্বর | ২০০ | ২০০ | ১২০ মিনিট |
প্রার্থীরা 4ক অথবা 4খ বেছে নিতে পারবে।
একক স্তরের পরীক্ষা
অফিসার স্কেল 2 –(জেনারেল ব্যাঙ্কিং অফিসার)
ক্রমিক নং | পরীক্ষার নাম | পরীক্ষার মাধ্যম | প্রশ্নের সংখ্যা | সর্বোচ্চ নম্বর | সময় |
১ | রিজনিং | হিন্দি/ইংরেজি | ৪০ | ৫০ | ৩০মিনিট |
২ | কম্পিউটার নলেজ | হিন্দি/ইংরেজি | ৪০ | ২০ | ১৫মিনিট |
৩ | ফিনানসিয়াল অ্যাওয়ারনেস | হিন্দি/ইংরেজি | ৪০ | ৪০ | ১৫মিনিট |
৪.ক | ইংরেজি ভাষা | ইংরেজি | ৪০ | ৪০ | ৩০মিনিট |
৪.খ | হিন্দি ভাষা | হিন্দি | ৪০ | ৪০ | ৩০মিনিট |
৫. | কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং ডাটা ইন্টারপিটেশন | হিন্দি/ইংরেজি | ৪০ | ৫০ | ৩০মিনিট |
মোট নম্বর | ২০০ | ২০০ | ১২০ মিনিট |
অফিসার স্কেল (স্পেশালিস্ট ক্যাডার)
ক্রমিক নং | পরীক্ষার নাম | পরীক্ষার মাধ্যম | প্রশ্নের সংখ্যা | সর্বোচ্চ নম্বর | সময় |
১ | প্রফেশনাল নলেজ | হিন্দি/ইংরেজি | ৪০ | ৪০ | ৩০মিনিট |
২ | রিজনিং | হিন্দি/ইংরেজি | ৪০ | ৪০ | ৩০ মিনিট |
৩ | ফিনানসিয়াল অ্যাওয়ারনেস | হিন্দি/ইংরেজি | ৪০ | ৪০ | ১৫মিনিট |
৪.ক | ইংরেজি ভাষা | ইংরেজি | ৪০ | ২০ | ৩০মিনিট |
৪.খ | হিন্দি ভাষা | হিন্দি | ৪০ | ২০ | ৩০মিনিট |
৫. | কম্পিউটার নলেজ | হিন্দি/ইংরেজি | ৪০ | ২০ | ১৫মিনিট |
৬. | কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং ডাটা ইন্টারপিটেশন | হিন্দি/ইংরেজি | ৪০ | ৫০ | ৩০মিনিট |
মোট নম্বর | ২৪০ | ২০০ | ১৫০ মিনিট |
অফিসার স্কেল – 3
ক্রমিক নং | পরীক্ষার নাম | পরীক্ষার মাধ্যম | প্রশ্নের সংখ্যা | সর্বোচ্চ নম্বর | সময় |
১ | রিজনিং | হিন্দি/ইংরেজি | ৪০ | ৫০ | ৩০মিনিট |
২ | কম্পিউটার নলেজ | হিন্দি/ইংরেজি | ৪০ | ২০ | ১৫ মিনিট |
৩ | ফিনানসিয়াল অ্যাওয়ারনেস | হিন্দি/ইংরেজি | ৪০ | ৪০ | ১৫মিনিট |
৪.ক | ইংরেজি ভাষা | ইংরেজি | ৪০ | ৪০ | ৩০মিনিট |
৪.খ | হিন্দি ভাষা | হিন্দি | ৪০ | ৪০ | ৩০মিনিট |
৫. | কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং ডাটা ইন্টারপিটেশন | হিন্দি/ইংরেজি | ৪০ | ৫০ | ৩০মিনিট |
মোট নম্বর | ২০০ | ২০০ | ১২০ মিনিট |
প্রার্থীরা 4ক অথবা 4খ বেছে নিতে পারবে।
অনলাইনে আবেদন করার লিঙ্ক | ক্লিক কর |
শূন্যপদ | ডাউনলোড পিডিএফ |
নোটিফকেশন | ডাউনলোড পিডিএফ |
13217
21 September