Sat. Oct 18th, 2025
wbp math practice set pdfwbp math practice set pdf

1. একটি ত্রাণ শিবিরে 1800 জন শরণার্থীর 60দিনের খাদ্য মজুত ছিল। 20দিন পর 600দিন অন্যত্র চলে যাওয়ায় অবশিষ্ট খাদ্যে শরণার্থীর কত দিন চলবে –

ক) 64  খ) 60  গ) 50 ঘ) 56

2. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 25সেমি, যদি আয়তক্ষেত্রটির পরিসীমা 370সেমি হয়। তবে এর ক্ষেত্রফল কত –

ক)7400 বর্গসেমি   খ)8400বর্গসেমি     গ)6400বর্গসেমি  ঘ) 5400বর্গসেমি

3. একটি বাগানের দৈর্ঘ্য 40মিটার এবং প্রস্থ 30মিটার পার্কটির 1মিটার চওড়া একটি রাস্তা রয়েছে। রাস্তাটির ক্ষেত্রফল কত –

ক)154বর্গসেমি   খ)144বর্গসেমি   গ) 134বর্গসেমি  ঘ)124বর্গসেমি

4. একটি ব্যক্তি তার আয়ের 70% খরচ করেন। তার আয় 14% বাড়লে খরচও 5% বাড়ে। তাহলে তার সঞ্চয় কত শতাংশ বেড়েছে –

ক)45%  খ)35%  গ) 30%  ঘ) 25%

5. এই ব্যক্তি 8কিমি/ঘন্টা।প্রত্যেক কিমিতে তিনি 6মিনিট বিশ্রাম নেন। তাহলে 24কিমি পথ কত অতিক্রম করতে ওই ব্যক্তির কত সময় নেবে –

ক) 6ঘন্টা 18 মিঃ  খ) 5ঘন্টা 18 মিঃ  গ) 4ঘন্টা 30 মিঃ ঘ) 7ঘন্টা 35 মিঃ

6. এক ব্যক্তি রাস্তায় 6কিমি/ঘন্টা গতি হেঁটে যায় এবং 9কিমি/ঘন্টায় ফিরে আসে। যাওয়া তিনি মোট কতটা দূরত্ব অতিক্রম করেছে –

ক)46কিমি   খ) 36কিমি  গ)26কিমি  ঘ) 48কিমি

7. একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 6মিটার, 4মিটার এবং 3মিটার। সর্বাধিক যে দৈর্ঘ্যের বাঁশের লাঠিটি ঘরে প্রবেশ করানো যাবে তা হল –

ক)7.810   খ)8.180  গ) 6 ঘ)6.5

8. 14000 টাকার 5 বছরের সরল সুদ 7000 টাকা। তাহলে ওই একই সুদের হারে 3বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে –

ক)4700    খ) 4364 গ) 4800  ঘ) 4500

9. একটি চেয়ারের মূল্য 1600টাকা কিছু সময় পরে চেয়ারের ক্রয়মূল্য হয় 2000টাকা।চেয়ারের ক্রয়মূল্য কত শতাংশ বৃদ্ধি পেয়েছে –

ক)20%  খ)25%  গ)30%  ঘ)40%

10. একটি রেডিওর বাজার মূল্য 350টাকা। দোকানদার 20% ছাড় দিয়ে বিক্রি করায় পরেও তাঁর 25% লাভ হয়েছে। তবে রেডিওটি দোকানদার কত দামে কিনেছিল

ক)224   খ)230  গ)235  ঘ)240

11. একজন ব্যক্তি 40কিমি রাস্তা যায় 15কিমি/ঘন্টা গতিতে দৌড়ে। 40কিমি/ঘন্টা গতিতে যায় 120কিমি/ঘন্টা রাস্তা। 60কিমি/ঘন্টা যায় 360কিমি রাস্তা। পুরো যাত্রায় গড় গতিবেগ কত –

ক)42.5   খ) 43  গ)44  ঘ) 41

12. A নল একটি  ট্যাঙ্ক 40মিনিটে এবং B নল ট্যাঙ্কটি 60মিনিটে ভর্তি করতে পারে। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার পর ট্যাঙ্কটির 1/3 অংশ ভর্তি হওয়ার পর A নলটি বন্ধ করে দেওয়া হয়। ট্যাঙ্কটির বাকি অংশ ভর্তি করতে B নলের কত সময় লাগবে –

ক)30 মিনিট  খ)20 মিনিট  গ) 35 মিনিট ঘ) 40মিনিট

13. কিছু পরিমাণ টাকা সরল সুদে 4বছরে 48% বৃদ্ধি পায়। ওই একই সুদের হারে 72500টাকার 2বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে –

ক) 18444  খ)17444  গ)16444  ঘ)15444

14. প্রকাশ একটি কাজ 20দিনে এবং বিজয় একটি কাজ 25 দিনে করতে পারে। তারা দুজনে 5দিন কাজ করার পর কত অংশ কাজ বাকি থাকবে –

ক) 11/20  খ) 12/10  খ)13/20  ঘ)17/20

15. 30জন লোক একটি কাজের ¼ অংশ কাজ 20দিনে শেষ করতে পারে। বাকি কাজ 25দিনে শেষ করতে আর কতজন লোক লাগবে –

ক) 42  খ) 35  গ)  45  ঘ) 60

16. রোহিত আর অজয়ের বর্তমান বয়সের অণুপাত 9:6, আজ থেকে 3বছর পর তাদের বয়সের অনুপাত 10:7, অজয়ের বর্তমান বয়স কত –

ক)15   খ)17   গ)20   ঘ) 18

17. এক বস্তু 2610টাকায় বিক্রি করলে বিক্রেতার 10% ক্ষতি হয়। দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে –

ক)3300  খ)3335   গ)3200  ঘ)  3125  

18. কোন বস্তু 20% ও 15% ছাড় দেওয়ার পর 10% লাভে বিক্রি করা হলে। বস্তুটির  অঙ্কিত ও ক্রয়মূল্যের অণুপাত নির্ণয় কর –

ক)34:55   খ)55:34  গ) 54:32  ঘ) 32:52  

19. একটি পরীক্ষায় 55% ইংরেজিতে পাস করে এবং 65% ইংরেজিতে পাস, আর 15% উভয় বিষয়ে ফেল করে। যদি 245 জন প্রার্থী উভয় বিষয়ে পাস করে, তাহলে প্রার্থীদের সংখ্যা হল –

ক)600    খ)700  গ) 650 ঘ) 500  

20. 8জন লোক একটি কাজ 12দিনে শেষ করে। ওই কাজের দ্বিগুণ পরিমাণ কাজ 12দিনে শেষ করতে কতজন অতিরিক্ত লোকের প্রয়োজন –

ক)  14জন   খ)  16জন   গ) 20জন  ঘ) 22জন

চাকরির বিজ্ঞপ্তি সংক্রান্ত খবরের জন্য পাশের লিঙ্কে ক্লিক কর – লিঙ্ক

খেলা সংক্রান্ত আপডেটের জন্য পাশের লিঙ্কে ক্লিক কর – লিঙ্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *