1. একটি ত্রাণ শিবিরে 1800 জন শরণার্থীর 60দিনের খাদ্য মজুত ছিল। 20দিন পর 600দিন অন্যত্র চলে যাওয়ায় অবশিষ্ট খাদ্যে শরণার্থীর কত দিন চলবে –
ক) 64 খ) 60 গ) 50 ঘ) 56
2. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 25সেমি, যদি আয়তক্ষেত্রটির পরিসীমা 370সেমি হয়। তবে এর ক্ষেত্রফল কত –
ক)7400 বর্গসেমি খ)8400বর্গসেমি গ)6400বর্গসেমি ঘ) 5400বর্গসেমি
3. একটি বাগানের দৈর্ঘ্য 40মিটার এবং প্রস্থ 30মিটার পার্কটির 1মিটার চওড়া একটি রাস্তা রয়েছে। রাস্তাটির ক্ষেত্রফল কত –
ক)154বর্গসেমি খ)144বর্গসেমি গ) 134বর্গসেমি ঘ)124বর্গসেমি
4. একটি ব্যক্তি তার আয়ের 70% খরচ করেন। তার আয় 14% বাড়লে খরচও 5% বাড়ে। তাহলে তার সঞ্চয় কত শতাংশ বেড়েছে –
ক)45% খ)35% গ) 30% ঘ) 25%
5. এই ব্যক্তি 8কিমি/ঘন্টা।প্রত্যেক কিমিতে তিনি 6মিনিট বিশ্রাম নেন। তাহলে 24কিমি পথ কত অতিক্রম করতে ওই ব্যক্তির কত সময় নেবে –
ক) 6ঘন্টা 18 মিঃ খ) 5ঘন্টা 18 মিঃ গ) 4ঘন্টা 30 মিঃ ঘ) 7ঘন্টা 35 মিঃ
6. এক ব্যক্তি রাস্তায় 6কিমি/ঘন্টা গতি হেঁটে যায় এবং 9কিমি/ঘন্টায় ফিরে আসে। যাওয়া তিনি মোট কতটা দূরত্ব অতিক্রম করেছে –
ক)46কিমি খ) 36কিমি গ)26কিমি ঘ) 48কিমি
7. একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 6মিটার, 4মিটার এবং 3মিটার। সর্বাধিক যে দৈর্ঘ্যের বাঁশের লাঠিটি ঘরে প্রবেশ করানো যাবে তা হল –
ক)7.810 খ)8.180 গ) 6 ঘ)6.5
8. 14000 টাকার 5 বছরের সরল সুদ 7000 টাকা। তাহলে ওই একই সুদের হারে 3বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে –
ক)4700 খ) 4364 গ) 4800 ঘ) 4500
9. একটি চেয়ারের মূল্য 1600টাকা কিছু সময় পরে চেয়ারের ক্রয়মূল্য হয় 2000টাকা।চেয়ারের ক্রয়মূল্য কত শতাংশ বৃদ্ধি পেয়েছে –
ক)20% খ)25% গ)30% ঘ)40%
math practice set
10. একটি রেডিওর বাজার মূল্য 350টাকা। দোকানদার 20% ছাড় দিয়ে বিক্রি করায় পরেও তাঁর 25% লাভ হয়েছে। তবে রেডিওটি দোকানদার কত দামে কিনেছিল –
ক)224 খ)230 গ)235 ঘ)240
11. একজন ব্যক্তি 40কিমি রাস্তা যায় 15কিমি/ঘন্টা গতিতে দৌড়ে। 40কিমি/ঘন্টা গতিতে যায় 120কিমি/ঘন্টা রাস্তা। 60কিমি/ঘন্টা যায় 360কিমি রাস্তা। পুরো যাত্রায় গড় গতিবেগ কত –
ক)42.5 খ) 43 গ)44 ঘ) 41
12. A নল একটি ট্যাঙ্ক 40মিনিটে এবং B নল ট্যাঙ্কটি 60মিনিটে ভর্তি করতে পারে। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার পর ট্যাঙ্কটির 1/3 অংশ ভর্তি হওয়ার পর A নলটি বন্ধ করে দেওয়া হয়। ট্যাঙ্কটির বাকি অংশ ভর্তি করতে B নলের কত সময় লাগবে –
ক)30 মিনিট খ)20 মিনিট গ) 35 মিনিট ঘ) 40মিনিট
math practice set
13. কিছু পরিমাণ টাকা সরল সুদে 4বছরে 48% বৃদ্ধি পায়। ওই একই সুদের হারে 72500টাকার 2বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে –
ক) 18444 খ)17444 গ)16444 ঘ)15444
14. প্রকাশ একটি কাজ 20দিনে এবং বিজয় একটি কাজ 25 দিনে করতে পারে। তারা দুজনে 5দিন কাজ করার পর কত অংশ কাজ বাকি থাকবে –
ক) 11/20 খ) 12/10 খ)13/20 ঘ)17/20
15. 30জন লোক একটি কাজের ¼ অংশ কাজ 20দিনে শেষ করতে পারে। বাকি কাজ 25দিনে শেষ করতে আর কতজন লোক লাগবে –
ক) 42 খ) 35 গ) 45 ঘ) 60
16. রোহিত আর অজয়ের বর্তমান বয়সের অণুপাত 9:6, আজ থেকে 3বছর পর তাদের বয়সের অনুপাত 10:7, অজয়ের বর্তমান বয়স কত –
ক)15 খ)17 গ)20 ঘ) 18
17. এক বস্তু 2610টাকায় বিক্রি করলে বিক্রেতার 10% ক্ষতি হয়। দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে –
ক)3300 খ)3335 গ)3200 ঘ) 3125
18. কোন বস্তু 20% ও 15% ছাড় দেওয়ার পর 10% লাভে বিক্রি করা হলে। বস্তুটির অঙ্কিত ও ক্রয়মূল্যের অণুপাত নির্ণয় কর –
ক)34:55 খ)55:34 গ) 54:32 ঘ) 32:52
19. একটি পরীক্ষায় 55% ইংরেজিতে পাস করে এবং 65% ইংরেজিতে পাস, আর 15% উভয় বিষয়ে ফেল করে। যদি 245 জন প্রার্থী উভয় বিষয়ে পাস করে, তাহলে প্রার্থীদের সংখ্যা হল –
ক)600 খ)700 গ) 650 ঘ) 500
20. 8জন লোক একটি কাজ 12দিনে শেষ করে। ওই কাজের দ্বিগুণ পরিমাণ কাজ 12দিনে শেষ করতে কতজন অতিরিক্ত লোকের প্রয়োজন –
ক) 14জন খ) 16জন গ) 20জন ঘ) 22জন
চাকরির বিজ্ঞপ্তি সংক্রান্ত খবরের জন্য পাশের লিঙ্কে ক্লিক কর – লিঙ্ক
খেলা সংক্রান্ত আপডেটের জন্য পাশের লিঙ্কে ক্লিক কর – লিঙ্ক