1. 96 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে গাড়ি A এবং B পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে। গাড়ি দুটির গতিবেগের অনুপাত 4:5 হয় এবং B এর গতিবেগ 80কিমি/ঘন্টা হয় তাহলে কত সময়ে তারা পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করবে –
ক) 35মিনিট খ) 40মিনিট গ) 45মিনিট ঘ) 50মিনিট
2. একটি পার্কের দৈর্ঘ্য 50মিটার এবং প্রস্থ 30মিটার। পার্কটির চতুর্দিকে 2মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত –
ক) 336 খ) 436 গ) 320 ঘ) 326
3. একটি ট্যাঙ্কের সঙ্গে A, B, C তিনটি পাইপ যুক্ত আছে। A পাইপ 6মিনিটে, B পাইপ 9মিনিটে ট্যাঙ্কচি 9মিনিটে পূর্ণ করতে পারে। C পাইপ 12মিনিটে খালি করে। পাইপ তিনটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে ট্যাঙ্কটি ভর্তি হবে –
ক) 9মিনিট খ) 6মিনিট গ) 8মিনিট ঘ) 4মিনিট
4. একটি নির্বাচনে জয়ী প্রার্থী পরাজিত প্রার্থীর থেকে 1500ভোট বেশি পেয়ে জয়লাভ করেন।যদি জয়ী প্রার্থী 65শতাংশ ভোট পান, তাহলে মোট কতজন ভোট দিয়েছিলেন –
ক) 5000 খ) 5600 গ) 5400 ঘ) 5200
5. রমেশ একটি জমি 20000টাকায় বিক্রি করলে 25শতাংশ ক্ষতি হয়। তবে 20% লাভ পেতে হলে কত টাকায় জমিটি বিক্রি করতে হবে –
ক) 25000 খ) 32000 গ) 26000 ঘ) 34000
6. 130 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 6কিমি বেগে একই দিকে ধাবমান একজন ব্যক্তিকে 9সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের গতিবেগ কত –
ক) 45 খ) 46 গ) 50 ঘ) 40
7. কোন বস্তুর বিক্রয়মূল্যের ও ক্রয়মূল্যের অনুপাত 16:9 তাহলে লাভের শতকরা হার কত –
ক) 76.75 খ) 80 গ) 77.77 ঘ) 72.35
8. একটি দোকানদার 600টাকায় বিক্রি করলে 20শতাংশ ক্ষতি হয়। তাহলে টেবিলটির ক্রয়মূল্য কত –
ক) 720 খ) 750 গ) 680 ঘ) 690
Bengali Math
9. কোন বস্তুর ক্রয়মূল্য a টাকা। বস্তুটিকে 150% বাড়িয়ে অঙ্কিতমূল্য করা হয়। 20% ছাড় দেওয়ার পর 600টাকায় বিক্রি করা হয়। a এর মান নির্ণয় কর –
ক)300 খ) 350 গ) 340 ঘ) 360
10. 20% ছাড় দেওয়ার পর 16% লাভ করার জন্য কোন বস্তুর অঙ্কিত মূল্য ওই বস্তুর ক্রয়মূল্যের থেকে কত শতাংশ অধিক হতে হবে –
ক) 40% খ) 45% গ) 35% ঘ) 30%
11. a, b, c একটি কাজ 4দিনে সম্পূর্ণ করতে পারে। ওই একই কাজ a 16দিনে, b 10দিনে করতে পারে। c একা কাজটি কতদিনে করতে পারে –
ক) 7দিনে খ) 6দিনে গ) 5দিনে ঘ) 8দিনে
12. গোপাল একটি কাজ 1650দিনে করতে পারে। রমেশ গোপালের থেকে 25% বেশি দক্ষ। রমেশ কতদিনে কাজটি সম্পূর্ণ করবে –
ক) 1320 খ) 1325 গ) 1340 ঘ) 1380
13. শ্যামল দুটি দ্রব্য প্রত্যেকটি 400টাকা করে কেনেন। একটি দ্রব্য 15শতাংশ লাভ এবং অপরটি 20শতাংশ লাভে বিক্রয় করলে মোটের উপর কত শতাংশ লাভ করেন –
ক) 18.8 খ) 17.5 গ) 16 ঘ) 15
14. 36 রেজাল্টের গড় 17.5। যদি প্রত্যেক রেজাল্ট থেকে 1.5 করে কমানো হয়।তাহলে রেজাল্টের নতুন গড় কত –
ক) 16 খ) 15 গ) 19 ঘ) 15.5
15. একটি ব্যক্তিকে 35কিমি পথ যেতে হবে। ব্যক্তি বুঝতে পারেন 2ঘন্টা 20মিনিটে মোট যাত্রাপথের 4/5 অংশে এসে উপনীত হয়েছেন। ব্যক্তির গতিবেগ নির্ণয় কর –
ক) 10 খ) 12 গ) 15 ঘ) 13
Bengali Math
16. সঞ্জীব নৌকা নিয়ে স্রোতের প্রতিকূলে 16কিমি/ঘন্টা এবং অনুকূলে 22কিমি/ঘন্টা গতিতে নৌকা চালাতে পারে। স্থির জলে নৌকার গতিবেগ কত –
ক) 13 খ) 15 গ) 19 ঘ) 21
17. এক ব্যক্তি চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা ধার নেয়। প্রথম বছরের শেষে 900টাকা এবং 1035টাকা দ্বিতীয় বছরের শেষে সুদ হয়। সুদের হার নির্ণয় কর –
ক) 13% খ) 15% গ) 21% ঘ) 17%
18. আকাশের বয়স আকাশের পিতার বয়সের তিনগুণ। পাঁচ বছর আগে আকাশের পিতার বয়স তৎকালীন বয়সের পাঁচগুণ। তার পিতার বর্তমান বয়স কত –
ক) 35বছর খ) 30বছর গ) 25বছর ঘ)36বছর
19. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 9:13 এবং ক্ষেত্রফল 117সেমি হলে, পরিসীমা কত –
ক) 42 খ) 38 গ) 44 ঘ) 48
20. 21সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি এবং ব্যাস নির্ণয় কর –
ক) 132, 42 খ) 130, 40 গ) 128, 36 ঘ) 125, 25
চাকরির বিজ্ঞপ্তি সংক্রান্ত খবরের জন্য পাশের লিঙ্কে ক্লিক করুন – লিঙ্ক
খেলা সংক্রান্ত আপডেটের জন্য পাশের লিঙ্কে ক্লিক করুন – লিঙ্ক
জিকে মক্ টেস্টের জন্য পাশের লিঙ্কে ক্লিক করুন – লিঙ্ক