Welcome to your WBP GK Mock Test 1. ইকতা প্রথা কে প্রবর্তন করেন – ক) মহম্মদ ঘোরী খ) কুতুবউদ্দিন আইবক গ) ইলতুৎমিস ঘ) রাজিয়া None 2. ভারতসভা প্রতিষ্ঠিত হয় – ক) 1877 খ) 1876 গ) 1884 ঘ) 1890 None 3. ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশের অনুকরণে গৃহীত – ক) অস্ট্রেলিয়া খ) আয়ারল্যান্ড গ) মার্কিন যুক্তরাষ্ট্র ঘ) সমাচার দর্পণ None 4. হরিশচন্দ্র মুখোপাধ্যায় নিম্নের কোন পত্রিকার সম্পাদক ছিলেন – ক) সন্ধ্যা পত্রিকা খ) বন্দেমাতরম গ) হিন্দু প্যাট্রিয়ট ঘ) সমাচার দর্পণ None 5. মালাক্কা প্রণালী কোন দুই দেশের মধ্যে অবস্থিত – ক) ভারত ও মায়ানমার খ) ভারত ও শ্রীলঙ্কা গ) মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সুমাত্রা ঘ) কোনটিই নয় None 6. NPPA কী – ক) ভারতের ওষুধের দাম নিয়ন্ত্রক সংস্থা খ) শেয়ার বাজার নিয়ামক সংস্থা গ) ভারতের মুদ্রাস্ফীতি নিয়ামক সংস্থা ঘ) ভারতের অন্যতম বৃক্ষ আবাসন নির্মাতা None 7. নিম্নলিখিত কোন মোঘল সম্রাট তামাক নিষিদ্ধ করেছিলেন – ক) আকবর খ) বাবর গ) জাহাঙ্গীর ঘ) ঔরঙ্গজেব None 8. কাঁকড়া বিছের রেচন অঙ্গের নাম কী – ক) ফ্লেম কোশ খ) নেফ্রিডিয়া গ) কক্সাল গ্রন্থি ঘ) ম্যালপিজিয়ান নালিকা None 9. ভারতের সংবিধানের প্রস্তবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কত তম সংশোধনীতে সংযোজিত হয়েছে – ক)১ম সংশোধনীতে খ) ২৯তম সংশোধনীতে গ) ৪২তম সংশোধনীতে ঘ) ৩২তম সংশোধনীতে None 10. ইস্ট কীসের উৎস – ক) প্রোটিন খ) ভিটামিন – এ গ) ভিটামিন- সি ঘ) ভিটামিন -ই None 11. কংগ্রেসের চতুর্থ অধিবেশন সংগঠিত হয়েছিল – ক) মাদ্রাজ খ) কোলকাতা গ) বোম্বাই ঘ) এলাহাবাদ None 12. মৃণালিনী সারাভাই কোন নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত – ক) কুচিপুড়ি খ) ভারতনাট্যম্ গ) কথাকলি ঘ) ওডিশি None 13.অল ইন্ডিয়া কিষাণ সভা কতসালে স্থাপিত হয় – ক) 1936 খ) 1937 গ) 1938 ঘ) 1935 None 14. জাতীয় মহিলা কমিশন গঠিত হয় – ক) 1930 খ) 1992 গ) 1894 ঘ) 1995 None 15. সম্প্রতি প্রয়াত দিলীপ দোশী নিম্নের কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন – ক) ক্রিকেট খ) ফুটবল গ) হকি ঘ) বাস্কেটবল None 16. 1ST BIMSTEC YOUTH SUMMIT 2025 কোথায় অনুষ্ঠিত হয় – ক) গান্ধীনগর খ) কোলকাতা গ) পাটনা ঘ) জব্বলপুর None 17. 23RD National Para Athletics Championship অনুষ্ঠিত হল কোথায় – ক) চেন্নাই খ) হায়দ্রাবাদ গ) ভোপাল ঘ) জয়পুর None 18. সুলতান ই আজম -কার উপাধি- ক. ইলতুৎমিস খ. বাবর গ. জাহাঙ্গীর ঘ. রাজিয়া None 19. কলকাতা জাতীয় গ্রন্থাগার কবে প্রতিষ্ঠিত হয় – ক) ১৮৩৪ খ) ১৮৩৬ গ) ১৮৩৫ ঘ) ১৮৩৭ None 20. বিহারের সাসারাম-এ কোন সম্রাটের সমাধিস্থল অবস্থিত – ক) শেরশাহ খ) ঔরঙ্গজেব গ) আলাউদ্দিন খিলজি ঘ) আকবর None Time's upTime is Up! Post navigation WBP GK Test 2025 : Practice Gk Questions for WBP exam GK Mock Test in Bengali | Practice General Knowledge Online